‘অমৃতের সন্ধানে’  উপন্যাসের থেকে  উদ্ধৃতাংশ। 

রাতের আধার অগ্রাহ্য করে, ভ্রমরের আগমনের জন্য সেজে গুজে সারা রাত জেগে অপেক্ষা করার পর, দিনের আলো একটু ফুটতেই ভ্রমর এল। কিন্তু হায়! সূর্যের আলো শিউলির অসহ্য, তাই আলো ফুটার আগেই সে টুপ করে ঝরে পড়ল আর ওর নিপ্রাণ দেহটা মাটিতে লুটিয়ে রইলো।
এটাই নিয়তি।
মানিককেও যেতে হবে। ফেরীটা পেতেই হবে ওকে। আর না, এপারের কোন কিছুরই হিসাব মেলানো যায় না। কোন কিছুই কারো ইচ্ছা বা পরিকল্পনা মত চলে না।
এপারে যা কিছু ঘটলো, যে যা পেলো বা হারালো কি তার অর্থ, তা ও জানে না। এ সব খুজতে খুজতেই এক একটা জীবন কোথাও থেমে গেলেই হলো।
জীবন মানে শেষ অব্দি যাওয়া। ওরূটা হয়ে গিয়েছে যাদের আর একটা মাত্র সত্যই তাদের সামনে- শেষ হবে নিশ্চিত।
কবে কোথায় কিভাবে তা সবারই অজানা।
মাঝের যা কিছু সব ভ্রম, মায়া।

Category: Bangla, Novel

Comment List

Your email address will not be published.