অতি চালাকের গলাই দড়ি

 

(সংকলিত)

 

একজন খুব স্বার্থপর লোভী মানুষ ছিল। তিনি সব কিছু তার নিজের কব্জায় রাখতে পছন্দ করতেন। তিনি তার নিজের কোন জিনিস কারো সাথে ভাগ করে নিতে চায়তেন না- সে তার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন হোক বা কোন দরীদ্র মানুষ হোক।      

একদিন ওই স্বার্থপর লোকটি তার ত্রিশটি সোনার মুদ্রা হারিয়ে ফেললো। তিনি তৎক্ষণাৎ তার প্রতিবেশী বন্ধুর বাড়িতে গিয়ে তাকে জানালেন যে কীভাবে তিনি তার সোনার মুদ্রা হারিয়েছেন। তাঁর বন্ধু ছিলেন একজন দয়ালু মানুষ।     

সেদিন তার ওই বন্ধুর মেয়েটি কাজ থেকে ফেরার পথে সোনার মুদ্রাগুলি খুঁজে পেল। সে বাড়ীতে পৌঁছে তার বাবাকে বিষয়টি জানালো। বাবা তার  মেয়েকে বলল যে সোনার মুদ্রাগুলো তার বন্ধুর এবং সে মুদ্রাগুলি নিয়ে যাওয়ার জন্য তার বন্ধুকে খবর পাঠাল।

স্বার্থপর লোকটি এলে তিনি তাকে তাকে তার মেয়ে কীভাবে তার হারিয়ে যাওয়া ত্রিশটি সোনার মুদ্রা খুঁজে পেল তা বর্ণনা করে মুদ্রাগুলো তার হাতে তুলে দিলেন। লোভী বন্ধুটি মুদ্রাগুলো গণনা করার পর বলল যে তাতে দশটি মুদ্রা কম আছে কারণ সেখানে চল্লিশটি সোনার মুদ্রা ছিল। লোভী বন্ধুটি অতিরিক্ত দশটি মুদ্রা দাবী করে বলল যে মুদ্রাগুলো না দিলে তিনি তা আদায় করে ছাড়বেন। কিন্তু মেয়েটির বাবা অতিরিক্ত কোন মুদ্রা দিতে অস্বীকার করলেন।

সোনার মুদ্রাগুলো না নিয়ে লোভী লোকটি আদালতে গিয়ে জজ সাহেবকে ঘটনা খুলে বলে মামলা দায়ের করলো।

বিচারক মেয়েটি এবং তার বাবাকে তলব করলেন। বিচারক মেয়েটিকে জিজ্ঞাসা করলো যে সে ঠিক কতটি মুদ্রা পেয়েছিল। মেয়েটি ত্রিশটি সোনার মুদ্রা পেয়েছে বলে জবাব দিল।

বিচারক তখন স্বার্থপর লোকটিকে জিজ্ঞাসা করলেন যে তিনি কতটি স্বর্ণের মুদ্রা হারিয়েছেন এবং স্বার্থপর লোকটি চল্লিশটি সোনার মুদ্রা হারিয়েছেন বলে জানালেন।  

বিচারক সর্ব বিবেচনায় লোভী লোকটিকে বললেন যে কুড়িয়ে পাওয়া সোনার মুদ্রাগুলি তার নয়, কারণ সে হারিয়েছে চল্লিশটি সোনার মুদ্রা আর মেয়েটি খুজে পেয়েছে ত্রিশটি মুদ্রা। বিচারক মেয়েটিকে মুদ্রাগুলো তার নিজ বাড়ীতে নিয়ে যেতে নির্দেশ দিলেন যাতে পরবর্তীতে ত্রিশটি মুদ্রা হারিয়েছে বলে যদি কেউ অভিযোগ করতে আসে বিচারক তখন মেয়েটিকে ডেকে পাঠাবেন।  

বিচারক লোভী লোকটির দিকে তাকিয়ে বললেন যে –আর যদি কেউ তাঁকে জানায় যে কেউ চল্লিশটি সোনার মুদ্রা পেয়েছে তখন তিনি তাকে ডেকে পাঠাবেন।

লোভী লোকটি তখনই স্বীকার করলো যে সে মিথ্যা বলেছে এবং সে ত্রিশটি স্বর্ণের মুদ্রাই হারিয়েছে। কিন্তু বিচারক তাঁর কথায় কান না দিয়ে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন।     

শিক্ষণীয়ঃ সব সময়ই সততা প্রদর্শন করতে হবে আর অসততা কখনই ভাল ফল বয়ে আনে না।   

Source: Google

Category: Bangla, Moral Stories

Comment List

Your email address will not be published.