জঙ্গলের মধ্যে সবচেয়ে শক্তিশালী পশু কোনটি?

(সংকলিত)

 

সকালে ঘুম থেকে উঠে এক সিংহের মধ্যে নিজেকে জাহির করার বাতিক জাগল। সে বাইরে গিয়ে একটি ছোট বানরকে কোণঠাসা করে গর্জন করে উঠলো –বল জঙ্গলের সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে শক্তিশালী কে?  

ভয়ে কাঁপতে কাঁপতে বানরটি বলল -তুমি, তুমিই সবচেয়ে শক্তিশালী সিংহ!  

একটু পরে সিংহটি একটি হরিণের মুখোমুখি হয়ে গর্জন করে বলল – বল হতচ্ছাড়া জঙ্গলের সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে শক্তিশালী কে?

আতঙ্কিত হয়ে হরিণটি তোতলাতে লাগলো –ওহে রাজকীয় সিংহ, তুমিই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী।

আত্ম জাহির করার প্রয়াসে রত সিংহটি বীর দর্পে একটি হাতির কাছে এসে দাঁড়াল এবং গর্জন করে বলল –তুই বল দেখি সমস্ত জঙ্গলের মধ্যে কে সবচেয়ে শক্তিশালী প্রাণী?  

হাতিটি কোন কথা না বলে সে তার শুঁড় দিয়ে সিংহকে পেঁচিয়ে ধরে শূন্যে তুলে একটি গাছের সাথে আছাড় মারলো, সিংহটিকে মাটিতে ফেলে তাকে পা দিয়ে চটকালো এবং তার পর বীর দর্পে হেলতে দুলতে হেটে চলে গেল।  

আহত সিংহটি গমনরত হাতিকে লক্ষ্য করে চাঁপা হুঙ্কার ছাড়ল –তুমি প্রশ্নের উত্তরটি জান না, সেটা বললেই হতো, তার জন্য এত বিচলিত হওয়ার কি আছে!   

 শিক্ষণীয়: অযথা গর্ব করা ঠিক না।

source: Google

Category: Bangla, Moral Stories

Comment List

Your email address will not be published.