অন্ধ লোক

 

 

(অনুদিত)

 

স্বামী এবং স্ত্রী তাদের নয়টি বাচ্চা নিয়ে বাস স্টপে লাইনে অপেক্ষা করছেন।  একজন অন্ধ লোক কয়েক মিনিট পরে তাদের লাইনে সাথে যোগ দিল। একটি বাস ওভারলোডেড হয়ে আসলো এবং সেটিতে কেবলমাত্র স্ত্রী এবং   নয়জন বাচ্চা উঠতে সক্ষম হল।

 

পরবর্তী বাস অনেক দেরী করে আসবে বিধায় স্বামী এবং অন্ধ লোকটি পায়ে হেঁটে ফেরার সিদ্ধান্ত নিল।

তারা ফুট পাথ ধরে হাটতে শুরু করলো। অন্ধ লোকটি তার লাঠিটি ফুট পাথের উপর ঠুকতে ঠুকতে চলতে লাগলো। বাস মিস করে হাটতে থাকা মনঃক্ষুণ্ণ স্বামী ভদ্রলোক অন্ধ লোকটির ফুটপাতের উপর ঠুক ঠুক  শব্দ করাটা ভীষণ বিরক্তিকর মনে হল।

-আপনি নিজের লাঠিটির শেষে এক টুকরো রাবার লাগাননি কেন? ঠুক ঠুক শব্দ আমাকে পাগল করে দিচ্ছে। স্বামী ভদ্রলোক ভীষণ বিরক্তি প্রকাশ করল।

 

-আরে মশায় আপনি যদি সময় মত আপনার নিজের লাঠির শেষে একটি  রাবার লাগিয়ে নিতেন, তবে আমরা দুজনেই এতক্ষণে বাসের ভিতরে থাকতাম…  তাই চুপ করে হাটতে থাকুন। অন্ধ লোকটি জবাব দিল।

Comment List

Your email address will not be published.