চতুর বানর ও দুটি বোকা বিড়াল

 

(সংকলিত)

 

একদা দু’টি বন্ধ বিড়াল একটি খাটি দুধের তৈরি পনির টুকরো পেয়ে খুব খুশী হল এবং সেটি দুজনের মধ্যে ভাগাভাগি করার জন্য পনিরটিকে দুই টুকরো করলো। তবে সমস্যা বাধল কে কোনটা নেবে, কারন একটি টুকরা অন্যটির তুলনায় কিছুটা বড় ছিল এবং স্বভাবতই উভয় বিড়ালই বড় টুকরোটি দাবি করছিলো।

বিষয়টি সমাধানের জন্য তারা তাদের প্রতিবেশী একটি বানরের কাছে গিয়ে বিষয়টি নিষ্পত্তি করে দেয়ার অনুরোধ করলো।

চতুর বানর বলল -চিন্তার কোন দরকার নেই আমি উভয় টুকরো সমান করে দিচ্ছি।

বানরটি বড় টুকরো থেকে একটি কামড় খেলো। তাতে করে ওই টুকরোটি এটি অন্য টুকরো থেকে ছোট হয়ে গেল। সুতরাং তা সমান করার জন্য সে আবার অন্য টুকরো থেকে একটি কামড় খেলো।  

কিন্তু কিছুতেই টুকরোদুটি সমান হল না আর চতুর বানর পর্যায়ক্রমে দুটো টুরকো থেকেই এক কামড় এক কামড় করে খেতে লাগলো।

তাদের পনির ওভাবে শেষ হয়ে যেতে দেখে বিড়াল দুটি মিনতি করল -স্যার, আর লাগবে না, আমরা সন্তুষ্ট। যা অবশিষ্ট আছে সেটুকু আমাদেরকে দয়া করে দিয়ে দিন। 

চতুর বানর জবাব দিল –এতক্ষণ ধরে তোমাদের সমস্যা সমাধানের করার জন্য অবশিষ্ট টুকু আমার পারিশ্রমিক। এই বলে বাকী পনিরটুকু সে তার মুখে পুরে গিলে ফেললো।

শিক্ষণীয়ঃ নিজেদের মধ্যে ভাগাভাগিতে ভাগে একটু কম বেশী হলে্ও সমাধানের জন্য তৃতীয় পক্ষকে জড়ানো সব সময় মঙ্গলজনক হয় না। কারন তিনি সৎ না হলে এবং তার কূঅভিসন্ধি থাকলে তিনি আন্তকলহের সুযোগ নিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করবেন।  

 

 

Category: Bangla, Moral Stories

Comment List

Your email address will not be published.