একটি স্যুটকেসের গল্প

 

(সংকলিত)

 

একজন লোক হটাৎ মারা গেল। যখন সে সেটা অনুধাবন করলো  যে সে সত্যি সত্যি মারা গিয়েছে তখন সে দিব্য ছোখে দেখলো যে  ঈশ্বর একটি স্যুটকেস হাতে নিয়ে তার কাছে এগিয়ে আসলো।

-ঈশ্বর বললো: চল বাবা এখন তোমার যাওয়ার সময় হয়েছে। 

-হতবাক হয়ে লোকটি উত্তর দিল: এখনই? এত শীঘ্রি? আমার  হাতে অনেক কাজ বাকি আছে …

-আমি সেটা জানি, কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে তোমার যাবার সময় হয়েছে।  

-আপনার হাতে ওই স্যুটকেসে কী আছে? লোকটি জিজ্ঞাসা করলো।

-ঈশ্বর জবাব দিল: তোমার সব জিনিসপত্র।

-আমার জিনিসপত্র? আপনি বলতে চাচ্ছেন এর ভিতর সব আমার জিনিস, আমার জামাকাপড়, আমার অর্থ সবকিছু? 

ঈশ্বর জবাব দিলঃ তুমি যে জিনিসপত্র গুলির কথা বলছো ওগুলো তোমার নয় ওগুলো পৃথিবীর জিনিস।  

-তাহলে কি ওটার ভিতর আমার স্মৃতি গুলি আছে? লোকটি  জিজ্ঞাসা করলো।

ঈশ্বর জবাব দিল: ওগুলো কখনই তোমার ছিল না, ওগুলো তোমার জীবনের বিভিন্ন সময়ের সাথে জড়িত ছিল।     

-তাহলে স্যুটকেসের ভিতর কি আমার প্রতিভা ভর্তি আছে?   

ঈশ্বর জবাব দিল: ওগুলিও কখনই তোমার ছিল না, ওগুলোর অস্তিত্ব ছিল নির্দিষ্ট পরিস্থিতিভিত্তিক।   

-তাহলে ওগুলো কি আমার বন্ধুবান্ধব এবং পরিবার?

ঈশ্বর জবাব দিল: আমি দুঃখিত বাবা, তারা কখনও তোমার ছিল না তারা ছিল তোমার পথের সাথী।  

-তাহলে ওগুলো কি আমার স্ত্রী এবং পুত্র?

-ঈশ্বর জবাব দিল: ওরাও কখনই তোমার ছিল না, ওরা ছিল তোমার অন্তরের ভালবাসা।

-তাহলে এটা কি আমার শরীর? 

-ঈশ্বর জবাব দিল: শরীরটাও কখনও তোমার ছিল না, সেটি ছিল ধুলিকনার অংশ।

-তাহলে এটা আমার আত্মা?

ঈশ্বর জবাব দিল: আত্মা তো আমার জিনিস, ওটা তুমি কিভাবে দাবি কর?   

ভয়ে ভয়ে লোকটি ঈশ্বরের কাছ থেকে স্যুটকেসটি নিল এবং উৎসুক হয়ে স্যুটকেসটি খুললো তার ভিতর কি আছে দেখার জন্য।

স্যুটকেসটি একদম খালি ছিল।-তাহলে পৃথিবীতে আমার কখনও কিছুই ছিল না ??? লোকটি কথাগুলো বলার সময় তার দুই গাল বয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো।   

ঈশ্বর উত্তর দিল: তুমি সঠিক বলেছো বাবা, পৃথিবীতে প্রতিটি  মুহুর্ত তুমি কেবলমাত্র তোমার জন্য বেচে থেকেছো। তুমি কখনও এমন কারও জন্য বেঁচে ছিলে না যে কোন ভাবেই তোমার সাথে সম্পর্কিত ছিল না।

শিক্ষণীয়ঃ ওই সমস্ত মানুষের জন্য সকলের এমন কিছু করা  দরকার যারা আপনাকে অনুগ্রহ ফিরিয়ে দিতে পারবে না। জীবন তো এক মুহুর্তের আর সে মুহুর্তটা শুধু একান্তই আপনার। 

-আপনি বেচে থেকে জীবন উপভোগ করুন।

-আপনি নিজে সুখী হন কিন্তু অন্যকে সুখী করতে ভুলবেন না, আর সেটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়।

-বস্তুগত জিনিসপত্র এবং অন্য যে সমস্ত জিনিষপত্র আপনি পৃথিবীতে পাওয়ার জন্য লড়াই কঅরছেন সেগুলো পৃথিবীর জন্য তার কিছুই আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন না।

Category: Bangla, Moral Stories

Comment List

Your email address will not be published.