জীবনের দুঃখ যন্ত্রণা মোকাবেলা করা
(সংকলিত)
একবার এক যুবক দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একজন বৃদ্ধ মাষ্টারের কাছে এসে বললো সে অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে আছে এবং এর থেকে পরিত্রান পাওয়ার জন্য উপাই জানা দরকার।
বৃদ্ধা মাষ্টার দুঃখ ভারাক্রান্ত যুবকটির হাতে এক গ্লাস জল দিয়ে তার মধ্যে এক মুঠো লবন গুলিয়ে দিলেন এবং সেই জল তাকে পান করার জন্য বললেন।
-এটির স্বাদ কেমন? জুবক্টি জল পান শুরু করলে মাস্টার জিজ্ঞাসা করলেন।
-ভয়ংকর খারাপ। যুবকটি মুখ থেকে নোনা জল থু থু করে ফেলতে ফেলতে জবাব দিল।
বৃদ্ধ মাষ্টার মুচকি হাসলেন। তিনি যুবকটিকে কাছে ডেকে তাকে আরো আরও এক মুঠো লবন নিতে বললেন।
যুবকটিকে নিয়ে বৃদ্ধ মাস্টার হাটতে হাটতে পাশে একটি লেকের ধারে গেলেন।
-এখন তোমার মুঠি থেকে লবন লেকের জলে ফেলে দাও।
বৃদ্ধের কথামত যুবকটি মুঠি ভর্তি লবন লেকের জলে ছুড়ে ফেললো।
-এখন তুমি এই লেক থেকে জল পান করো।
বৃদ্ধের কথামতো যুবকটি লেকের জল পান করলো। পানরত অবস্থায় কিছুটা জল যখন তার চিবুক বয়ে গড়িয়ে পড়ছিল তখন বৃদ্ধ জিজ্ঞেস করলেন -এটির স্বাদ কেমন?
-ভাল। যুবকটি বলল।
-তুমি কি লবণের স্বাদ পাচ্ছো? বৃদ্ধ মাস্টার জিজ্ঞাসা করলেন।
-না। যুবকটি বলল।
বৃদ্ধ মাস্টার ওই দুঃখ ভারাক্রান্ত যুবকের পাশে বসে তাঁর হাতটি স্বস্নেহে নিজের হাতে নিয়ে বললেন – জীবনের বেদনা গুলো খাঁটি লবনের মতন; বেশিও না, কমও না। জীবনে ব্যথার পরিমাণ সবসময়ই একই থাকে, ঠিক একইরকম। তবে আমাদের বেদনার পরিমান ও তীব্রতা নির্ভর করে আমরা তা কোন পাত্রে সংরক্ষন করছি তার উপর।
সুতরাং তুনি যখন কোন কারনে দুঃখ পাবে তখন তুমি যেটা করবে তা হল পুরো প্রেক্ষাপটকে বৃহৎ আঙ্গিকে দেখা।
এটা শুধু তোমার ক্ষেত্রেই ঘটছে তা নয়, দুঃখ যে কোন জীবনের সহযাত সহগামীঃ তায় নিজেকে গ্লাস না ভেবে বৃহৎ খোলা লেক ভাবো।
Category: Bangla, Moral Stories
I had a long career in Army. I was trained to follow orders, instructions and set rules, taking those as axiomatic. That strayed me a bit from free thinking as happens with all technology users. Basically I am a free thinker always and now in search of some basic truth in my own way. ([email protected]).