একজন আম পাগল ব্যক্তি
(সংকলিত)
একজন লোক ছিল যে যে আম খাওয়ার পাগল ছিল। গাছের মগডালের আমগুলি বেশী বেশী সূর্যের কিরণ পেয়ে খেতে খুব মিষ্টি হয়। তায় একদিন সে সিদ্ধান্ত নিল যে গাছের একেবারে মগডাল থেকে খুব মিষ্টি আম পেড়ে খাবে।
যেমন ইচ্ছে তেমন কাজ, সে মিষ্টি আম পাড়ার জন্য গাছের মগডালে উঠলো যেখানে ডালগুলো চিকন ছিল। সে আনন্দে চটপট করে বেশ কয়েকটি মিষ্টি লাল রঙের আম ছিঁড়ে নিয়ে মগডাল থেকে নিচে নামার সময় পা পিছলে গিয়ে মাটির দিকে পড়তে শুরু করলো। ভাগ্যক্রমে, সে পড়ার সময় কোন রকমে একটা ডাল ধরে ফেললো এবং নিজেকে পড়ে যাওয়া থেকে রক্ষা করলো। সে ও ভাবেই ডালটাতে অসহায়ভাবে আটকে রইলো।
ভীত হয়ে সে চিৎকার চেঁচামেচি করে আশেপাশের গ্রামবাসীদের সাহায্যের জন্য ডাকা ডাকি করতে লাগলো। আশেপাশের মানুষ তাকে সাহায্য করার জন্য মই আর লাঠি নিয়ে ছুটে আসলো কিন্তু প্রকৃতই তাকে সাহায্য করতে পারলো না।
কিছুক্ষণ পরে সেখানে একজন শান্ত ও চিন্তাশীল বিজ্ঞ ব্যক্তি উপস্থিত হলেন – যিনি এতদঞ্চলে একজন বিজ্ঞ ব্যক্তি হিসাবে সুপরিচিত ছিলেন। তিনি একটি সাধারণ কুঁড়েঘরে বাস করতেন।
বিজ্ঞ ব্যক্তিটি তার বুদ্ধিমত্তা দিয়ে অনেক জটিল সমস্যার সমাধান করতেন। আর তাই তিনি কী ভাবে এই সমস্যার করেন তা দেখার জন্য লোকেরা খুব কৌতূহল নিয়ে অপেক্ষা করতে লাগলো।
বিজ্ঞ ব্যক্তিটি প্রায় মিনিট খানেকের জন্য নীরবে সব পর্যবেক্ষণ করলেন। তারপর তিনি একটি পাথর তুলে সেটি ডালে আটকে ঝুলে থাকা লোকটির দিকে ছুড়ে মারলেন।
সবাই অবাক হয়ে গেল। ঝুলন্ত আমের প্রেমির চিৎকার করতে লাগল:
-তুমি করছো কি? তুমি কি পাগল নাকি? তুমি কি চাও যে পাথরের আঘাতে আমার ঘাড় মাথা ভেঙে যাক?
বিজ্ঞ ব্যক্তি নিরব থাকলেন। একটু পর তিনি আরও একটি পাথর কুড়িয়ে নিয়ে ঝুলে থাকা লোকটির দিকে ছুঁড়ে মারলেন। এবার লোকটি খুব রেগে গিয়ে বললো -আমি আগে নেমে আসি তারপর তোমার মজা করার ফল দেখাচ্ছি।
সবাই এটাই চাচ্ছিলো যে সে নেমে আসুক। লোকটি ডাল থেকে নেমে আসলো। সবাই উত্তেজনার মধ্যে ছিল তায় সঠিক ভাবে বুঝলো না যে সে নামলো কিভাবে?
-কোথাই সেই বিজ্ঞ ব্যক্তি? গাছ থেকে নেমে ক্ষিপ্ত ভাবে লোকটি বিজ্ঞ ব্যক্তিকে খুঁজতে লাগলো।
-তিনি একজন বিজ্ঞ ব্যক্তি, তোমার হাতে মার খাওয়ার জন্য তিনি অপেক্ষা করে থাকবেন, ভাবলে কি করে? গ্রামবাসীরা উত্তর দিল।
-আমি তার মাথাটা গুড়িয়ে দেব। কথাটা ক্ষিপ্ত ভাবে বললো লোকটি।
-তুমি একটু স্থির হও। ভেবে দেখতো, এত লোকের মধ্যে একমাত্র ওই বিজ্ঞ ব্যক্তিই তোমাকে প্রকৃত অর্থে সাহায্য করেছে। তিনি তোমাকে উত্তেজিত করে তোমার ভিতর নিজেকে সাহায্য করে গাছ থেকে নেমে আসার মানসিকতা সৃষ্টি করেছে।
আম পাগল লোকটি গ্রামবাসীর কথায় একটু শান্ত হল এবং পুরো ব্যাপারটা ভাবল এবং স্বীকার করলোঃ
-তোমরা সবাই মিলে আমার প্রতি সহানুভূতি প্রকাশ করে আমাকে সাহায্য করার জন্য অনেক চেষ্টা করলেও তোমরা সফল হতে পারনি। কিন্তু বিজ্ঞ ব্যক্তি সুকৌশলে আমাকে ক্ষিপ্ত করে আমার মধ্যে নিজের থেকে নেমে আসার অনুপ্রেরনা যুগিয়ে আমাকে নেমে আসতে সাহায্য করেছে। বিজ্ঞ ব্যক্তির উপর রাগ করার পরিবর্তে তাকে আমার কৃতজ্ঞতা জানানো উচিত।
শিক্ষণীয়ঃ বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়।
Category: Bangla, Moral Stories
I had a long career in Army. I was trained to follow orders, instructions and set rules, taking those as axiomatic. That strayed me a bit from free thinking as happens with all technology users. Basically I am a free thinker always and now in search of some basic truth in my own way. ([email protected]).
[url=https://viagrageneric.cyou]order viagra generic 50 mg[/url]
[url=https://buyviagra.cyou]viagra tablet[/url]
[url=https://lyrica.press/]lyrica buy online[/url]
[url=https://lyrica.quest/]buy pregabalin pill[/url]
[url=https://lyrica.top/]oral lyrica 150 mg[/url]
[url=https://lisinopril.press/]zestril canada[/url]
[url=https://gabapentin.press/]buy neurontin 100 mg online[/url]
WONDERFUL Post.thanks for share..extra wait .. …