জীবনের চলার পথে প্রতিকুলতা মোকাবেলা

(সংকলিত)

 

 

বহুদিন পূর্বের ঘটনা। একটি মেয়ে তার বাবার কাছে অভিযোগ করলো যে  তার জীবনচলা অসহনীয় হয়ে পড়েছে এবং সে কীভাবে এর থেকে পরিত্রাণ পাবে সেটা তার জানা নেই। সে জীবন চালনায় প্রতি পদে লড়াই এবং সংগ্রাম করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। একটা সমস্যা শেষ করতে না করতে নতুন সমস্যা হাজির হয়।

মেয়েটির বাবা, যিনি একজন শেফ অর্থাৎ প্রধান পাচক ছিলেন তিনি মেয়েকে রান্নাঘরে নিয়ে গেলেন। বাবা তিনটি হাঁড়ি জলে ভরে আলাদা আলাদা জ্বলন্ত উনুনের উপর বসিয়ে দিলেন।

হাড়ির জল ফুটতে শুরু করলে, তিনি একটি পাত্রে আলু, দ্বিতীয় পাত্রে ডিম এবং তৃতীয় পাত্রটিতে কফি বিন অর্থাৎ কফির দানা ঢেলে দিলেন।  তিনি কোন কথা না বলে নীরবে জলে ঢেলে দেয়া আলু ডিম আর কফি বিন ভাল মত ফুটতে দিলেন।

মেয়েটি বিরক্ত ও অধৈর্য হয়ে অপেক্ষা করতে করতে ভাবতে লাগলো বাবা এগুলো কী করছে! প্রায় বিশ মিনিট পর বাবা বার্নার বন্ধ করে দিলেন।  তারপর তিনি হাড়ি থেকে আলু বের করে একটি পাত্রে, ডিমগুলি বের করে একটি বাটিতে রাখলেন। তারপর তিনি কফি গুলে যাওয়া জল একটি কাপে ঢাললেন।

মেয়ের দিকে ফিরে তিনি জিজ্ঞাসা করলেন। -মা, বলতো তুমি কি দেখছ?

-আলু, ডিম এবং কফি। মেয়েটি চট করে জবাব দিল।

-তুমি একটু কাছে এসো আর আলু স্পর্শ করে দেখ।

বাবার কথাই মেয়েটি আলু স্পর্শ করে বললো –এগুলো তাপে নরম হয়ে গেছে।

এরপরে তিনি তাকে একটি ডিম নিয়ে তা ভাঙ্গতে বললেন। উপরের শক্ত খোসা ছাড়ানোর পর দেখল যে ভিতরের ডিমের তরল সিদ্ধ ডিমে পরিণত হয়েছে।

অবশেষে, তিনি মেয়েকে কাপে রাখা কফিতে চুমুক দিতে বললেন। কফি গরম জলে গুলে এক সুন্দর স্বাদ আর সুবাস মেয়ের মুখে হাসি ফুটালো।

-বাবা, এর অর্থ কী? মেয়েটি বাবাকে জিজ্ঞেস করলো। 

বাবা তখন ব্যাখ্যা করলেন যে -আলু, ডিম এবং কফি বিন প্রত্যেকেই   একই প্রতিকূলতার মুখোমুখি হয়েছিল, সেটা ছিল – ফুটন্ত জল। তবে প্রতিকূলতার মুখে প্রত্যেকেই আলাদা আলাদা প্রতিক্রিয়া জানিয়েছে।

-আলু শক্ত অবস্থাই থেকে গরম জলের সাথে লড়াই করে নরম ও দুর্বল হয়ে পড়েছে।

-ফুটন্ত জলের মধ্যে যাওয়ার আগ পর্যন্ত ডিমটি ভঙ্গুর ছিল, বাইরের পাতলা আবরনের তার তরল অভ্যন্তরটিকে রক্ষা করে রেখেছিল। তারপরে ফুটন্ত জলের প্রভাবে ডিমের ভিতরটা শক্ত হয়ে গেল।

-তবে কফি বিন গুলির ব্যবহার ছিল অনন্য, অন্যান্যদের মত নয়।  বীণগুলি ফুটন্ত জলের সংস্পর্শে আসার পরে, তারা জলকে পরিবর্তন করে নতুন পানীয় তৈরি করলো।

-এখন তুমি বল তুমি কোনটি; ডিম না আলু না কফি বিন? তিনি তার  মেয়েকে জিজ্ঞাসা করলেন।

-প্রতিকূলতা যখন তোমার দরজায় কড়া নাড়ে তখন তুমি কীভাবে প্রতিক্রিয়া জানাবে? তুমি কি আলু, ডিম বা কফি বিন?

শিক্ষণীয়: প্রতিনিয়ত আমাদের সকলের জীবনে, আমাদের চারপাশের অনেক কিছুই ঘটে থাকে, এগুলি সবার জিবনেই ঘটবে, তবে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা কীভাবে প্রতিকূলতা গুলিকে মোকাবেলা করব এবং তার থেকে আমরা নতুন কি পাবো। প্রকৃত জীবন হ’ল; নতুন নতুন শিক্ষা  গ্রহন করা আর পরিস্থিথিতির সাথে মানিয়ে নিয়ে তাকে মোকাবেলা করার মধ্য দিয়ে ইতিবাচক ফল তৈরি করা।

Category: Bangla, Moral Stories

Comment List

Your email address will not be published.