ইন্দ্রীয়ের খাঁচা
চশমা ছাড়া আজ নিজেকে বড় অসহায় লাগছে।
ভাল ঘুম হয়নি গত রাতে। শেষ রাত থেকে বুকের বা পাশটা পিন পিন করে ব্যাথা
করছিলো। অফিসে আসার সময় চশমাটা ভুলে এসেছি।
সাধারণত বাসা থেকে বেরোনোর আগেই চশমাটা পরে নিই। কিন্তু আজ কি যে হলো
চশমাটা চোখে না দিয়েই গাড়ীতে উঠেছি।
হাতের লাঠিটার মত চশমাটা নিতে ভুল হওয়ার কথা নয়!
গত বেশ কয়েক বছর থেকে চশমা ব্যবহার করতে হয়। মাঝে মধ্যে চশমাটা আনতে ভুলে
গেলেও কষ্ট করে কাজ চালিয়ে নিতে পারতাম প্রথম প্রথম। এখন আর পারি না। চশমা
ছাড়া সব কিছু ঝাপসা লাগে।
গোড়ার দিকে শুধু পড়ার জন্য চশমা লাগলেও এখন দূরের জিনিস দেখতে কষ্ট
হওয়াতে ডাক্তার কাছের ও দূরের জন্য পাওয়ার মিলিয়ে বাইফোকাল চশমা ব্যবহারের
পরামর্শ দিয়েছে।
চশমার উপর নির্ভরশীল হতে হতে ক্রমেই চোখ দুটো এখন এমন অবস্থায় এসে দাড়িয়েছে
যে চশমা বাদে লেখাগুলো যেমন শুধু কালো কালো দাগ মনে হয়, তেমনি একটু দূরের সব
মানুষের মুখগুলোও একই রকম মনে হয় আলাদা করতে পারিনা।
চশমার উপর নির্ভরতা বেড়ে যাওয়াই এখন আর একদম ঝুঁকি নিই না। কম করে হলেও
তিন জোড়া চশমা রাখি সব সময়- একটা সাথে থাকে পকেটে বা চোখে, একটা গাড়ীতে
আর অন্যটা ব্রিফ কেসে। যাতে করে কোন দিন সাথেরটা আনতে ভুলে গেলেও গাড়ী বা
ব্রিফ কেস যে কোন একটা দিয়ে কাজ চালিয়ে নেয়া যায়।
অফিসে ঢুকেই টের পেলাম চশমাতো আনা হয়নি। আমকে নামিয়েই গাড়ীও চলে গেল। ভাবছি কি করি।
ড্রাইভারের বউটা অসুস্থ কয়েক দিন ধরে। তায় আমিই ওকে বলেছিলাম যে আমাকে অফিসে
নামিয়েই ও যেন ঐ গাড়ীতে করেই ওর বউটাকে হাসপাতালে নিয়ে যায়। অন্য দিন
আমাকে নামিয়ে পিএ’র অফিসে বসে ও। কিন্তু আজ নামিয়ে দিয়েই তাড়াহুড়া করে চলে
গেছে।
সকাল থেকেই আকাশটা মুখ ভার করে আছে, যে কোন সময় বৃষ্টি শুরু হবে। শীতটা
পড়বো পড়বো করেও যেন পড়ছে না। এই বৃষ্টিই বোধহয় শীত নিয়ে আসবে।
ব্রিফ কেসে একটা চশমা আছে, ভাবলাম ওটা দিয়ে কাজ চালিয়ে নেব।
ব্রিফ কেসটা কম্বিনেশান লক দিয়ে বন্দ করা। লকের নম্বর গুলো বেশ ছোট, খালি চোখে
পড়তে পারলাম না। আন্দাজে ঘুরিয়ে ঘুরিয়ে নম্বর মেলানোর চেষ্টা করলাম অনেক সময়
ধরে। কিন্তু তাতে কাজ হলো না।
ভারী অসহায় লাগতে লাগলো।
ড্রাইভারটা কয়েক বছর ধরে আমার সাথে। অনুগত এবং বিশ্বস্ত। আমার একটু ভোলা মন
তা ও জানে। তায় প্রতিদিন সকালে বাসা থেকে বেরুনোর সময় ও আমার দিকে তাকিয়ে
পরীক্ষা করে বা কখনো সরাসরি জিজ্ঞেস করে প্রয়োজনীয় ছোট খাট জিনিসপত্র যেমন ঘড়ি,
লাঠি, মানিব্যাগ, চশমা ইত্যাদি নিয়েছি কিনা নিশ্চিত হয়।
চশমাটা চোখে দিয়েই ঘর থেকে বের হই। আজকে চোখ খালি ছিল কিন্তু সেটা ওর চোখেও
পড়লো না। ওর অসুস্থ বউয়ের চিন্তাটা মাথার মধ্যে ঘুরপাক খাওয়াই বোধহয় খেয়াল
করেনি।
বাড়ী থেকে খালি চোখে বেরুলাম তা সত্ত্বেও কেউ খেয়াল করলো না! তাছাড়া আমার ঘড়ি,
চশমা, মানিব্যাগ ইত্যাদি আমার খাটের সাইড টেবিলের উপর থাকে, চশমাটাও নিঃশ্চয়
ওখানেই পড়ে আছে। চলে আসার পর কেউ একটু খেয়াল করলেই চোখে পড়ার কথা।
ভাবছি যদি এখনই টেলিফোনটা বেজে উঠতো আর বাসা থেকে আমার চশমাটা ফেলে আসার
কথা জানাতো। কিন্তু তাতেই বা কী লাভ হতো, কে নিয়ে আসতো বাসা থেকে।
আমি বাসা থেকে রওয়ানা দিই সকাল ষাড়ে ছটার দিকে। আধা ঘন্টার মত লাগে রাস্তায়।
সাতটার মধ্যে অফিসে পৌছায়।
কাজ না থাকলে অত সকালে কেউ অবশ্য ঘুম থেকে ওঠে না বাসায়। আমিও কাউকে
অযথা বিরক্ত করিনা কখনো। নিচে নেমে আসতে আসতে চায়ের কাপ হাতে ওয়েটারটা
দাড়িয়ে থাকে। চায়ে চুমুক দিয়েই গাড়ীতে উঠি। ওটাই আমার ব্রেকফাষ্ট। অসুবিধা হয়না
কারণ লাঞ্চের আগে অফিসে এসে কিছুনা কিছু খাওয়া হয়।
অফিসের জানালা গুলো টিনটেড গ্লাসের। ভিতর থেকে বাইরের সবকিছুই দেখা যায়।
অফিসটা দোতলা, সামনেই সরু একটা পাকা রাস্তা নিজস্ব ব্যবহারের জন্য। রাস্তাটার
ওপারেই সবুজ ঘাসে ঢাকা বড় একটা মাঠ। সেখানে বিভিন্ন কাজে কর্মরত সবাইকেই দেখা যাচ্ছে।
আসলে অফিসটা এভাবেই তৈরী যেন অফিসে বসে কাজ করার ফাঁকে ফাঁকে অন্যান্যদের
কাজের তদারকি করা যায়।
ব্রিফ কেসটা খুলে চশমাটা বের করতে না পারায় হাতে আজ কোন কাজ নেই। ভাবলাম
ড্রাইভারটা ফেরত আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
জানালার কাচের ভিতর দিয়ে তাকিয়ে আছি বাইরে। কর্মচঞ্চল সবাই।
গত প্রায় দুই বছরের অধিক সময় ধরে কাজ করছি এ অফিসে। তায় সবাইকেই কম বেশী চেনা আমার।
কিন্তু একি আজ কাউকে চিনতে পারছি না কেন!
জানালার ওপারে সবাইকেই একই রকম মনে হচ্ছে আজ। একজন থেকে অন্যজনকে
আলাদা করতে পারছি না।
এতদিন একসাথে কাজ করার সুবাদে সবার সম্পর্কেই কমবেশী একটা ধারণা জন্মেছে।
এদের কেউ ভালো, কেউ খারাপ, কেউ কাজে ফাঁকি দেয়, মিথ্যা কথা বলার অভ্যাস আছে কারো বা অন্যান্য অন্যায় কাজ করে। আবার অনেকেই আছে যারা কাজে আন্তরিক ও পারদর্শী, সৎ মিষ্টভাষী
ইত্যাদি।
আজ মনে হচ্ছে- আমার এই ধারণাগুলো সব যেন আমার চশমার দুটো কাঁচে স্থায়ী রং
লাগিয়ে দিয়েছে। চশমাটা চোখে লাগিয়ে ওদের দিকে তাকালে সবাইকে ভিন্ন ভিন্ন রুপে
দেখি। তায়তো কাউকে দেখলে ভালো লাগে আবার কাউকে দেখলে ভালো লাগে না
অবচেতন মনে।
সবুজ ঘাসে ঢাকা মাঠটার মধ্যে কিছু কিছু জায়গায় ঘাস মরে মাটি বেরিয়ে গেছে। দৃষ্টি কটু
লাগে। তায় পরিকল্পনা করেছি ঐ জায়গাগুলোতে নতুন করে ঘাস লাগানোর। কিন্তু আজ
খালি চোখে বিবর্ণ ঘাসের স্থান গুলো আর চোখে পড়ছে না। সমস্ত মাঠটায় সুন্দর মসৃন আর
সবুজ দেখা যাচ্ছে। একই রকম, যেন কার্পেট বিছানো।
সামনের রাস্তাটার ধার ঘেসে বিভিন্ন বর্নের ফুলগুলোর কোন কোনটা এতদিন বেমানান মনে
হলেও এ মূহুর্তে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে।
উড়োজাহাজের জানালা দিয়ে পৃথিবীটাকে দেখলে যেমন স্বপ্নিল মনে হয়, যেমন ভাবে গ্রাম
শহর আর লোকালয় গুলোকে শান্ত সৌম্য শান্তির আবাস আর খোলা প্রান্তর মাঠ ঘাট
প্রভৃতিকে প্রকৃতির নানা রংয়ের চাদরে ঢাকা মনে হয়, খালি চোখে সবকিছুই তেমনি মনে
হচ্ছে আজ।
জানালার ধারে দাড়িয়ে বাইরের পৃথিবীটা দেখছিলাম খালি চোখে।
আকাশটা মেঘলা। বোধহয় বৃষ্টি নামলো ঝম ঝম করে। জানালার ওপারে সবাই
দৌড়াদৌড়ি করে যার যার ঘরে চলে গেল।
সব ফাঁকা এখন কেউ কোথাও নেই। বিশাল সবুজ মাঠ, গাছ পালাগুলো থেকে থেকে
ঝড়ের ঝাপটা কেবল দুলছে। শুধু বৃষ্টি পড়ার শব্দ আর মাঝে মধ্যে মেঘের গুড়গুড়ুনি।
প্রকৃতির একচ্ছত্র মাতলামি যাকে বলে।
ইন্টারকমটা বেজে উঠলো। বেসুরো লাগলো শব্দটা। দেখার চেষ্টা করলাম কার নম্বর। খালি
চোখে পড়তে পারলাম না। ভাবলাম ভালোই হলো পূর্ব ধারণা নিয়ে আজ কিছুই করতে চায়
না।
চেয়ারে বসে হ্যান্ড সেটটা উঠালাম। আমার ষ্টাফ অফিসারের গলা।
-স্যার দশটার সময় যে কনফারেন্স ছিল সেটা বাতিল হয়ে গেছে।
কনফারেন্সের কথাটা ভুলেই গিয়েছিলাম। খুশি হলাম সংবাদটাতে। ওকে ধন্যবাদ জানিয়ে
বললাম – ঠিক আছে।
কনফারেন্স থাকলে আজকে কোন অফিসের কাজ করা যেত না। কোন কাজ করতেও মন
চাচ্ছে না আজ।
-আজ আমি একটা বিশেষ কাজে ব্যস্ত, সাধারন চিঠি পত্র দেখবো না। বিশেষ জরুরী কিছু না
থাকলে আমাকে কল করোনা।
কথাটা বলে হ্যান্ড সেট রেখে চেয়ারটা টেনে জানালার ধারে গিয়ে বসলাম। বিদ্যুৎ চলে
গেল। অফিসের ভিতরটাও বাইরের মত ঝাপসা হয়ে গেল।
এখন বাহির ভিতর সব একই রকম অভিন্ন। কোন কিছুর মধ্যেই আজ দৃশ্যতঃ কোন
পার্থক্য করতে পারছি না। বৃষ্টির একটানা শব্দ এই শব্দময় পৃথিবীর সব শব্দকে ছাপিয়ে
একাকার করে দিয়েছে। আর আকাশ থেকে নেমে আসা বৃষ্টির পানি সব ডোবা গর্ত খাল
বিল মাঠ প্রান্তরকে একই সমতলে দাড় করিয়েছে।
মানুষের মনের জন্য পাঁচটি ইন্দ্রীয় তথ্য সংগ্রহ করে। আজ পঞ্চ ইন্দ্রীয়র এক মূল্যবান
ইন্দ্রীয়র শক্তি কমে যাওয়ায় ইন্দ্রীয়ের দৌরাত্ব সামগ্রীক ভাবে কমে গেছে। আর আজ মনের
রাজত্ব যেন বেড়ে গিয়েছে শতগুনে- যার বিচরণ বেশীর ভাগ সময় অতীতে ও বর্তমানে।
কত কিছু মনে পড়ছে আজ। আহ এর আগে কখনো বুঝিনি চোখ বন্দ করলে এত কিছু
দেখা যায়, কান বন্দ করলে এত কিছু শোনা যায়। অতীত ভবিষ্যৎ সবকিছু। অতীতের
কতকিছু তার সব রুপ রস গন্ধ সুর সবকিছু সাথে নিয়েই হাজির হচ্ছে এক এক করে।
ভবিষ্যৎটাও উকি ঝুকি দিচ্ছে নানা রঙে সেজে।
অতীত আর ভবিষ্যতের মধ্যে একটা অভিন্নতা আছে। এ দুয়ের কোন আনন্দ যেমন মনকে
দোলা দিলেও উদ্বেলিত করে না তেমনি কোন বেদনার স্মৃতি পীড়া দিলেও শোকাবিভূতও
করে না।
বর্তমানকে নিয়েই যত মাতামাতি, যত মাতলামি। ঈন্দ্রীয়গ্রাহ্য যা কিছু তার সবকিছুই
বর্তমান, যার অস্তিত্ব ক্ষনিকের জন্য মাত্র।
ঈন্দ্রীয়ের কাজই যেন সবকিছুর মধ্যে কেবল পার্থক্য খুঁজে বের করা। সব কিছুর খুঁত খুঁজে বের
করা।
কতকিছু স্মৃতির পাতায় ভেষে উঠছে এই মুহুর্তে। অতীদের আনন্দ বেদনায় ভরা কত
স্মৃতি।
অনেক বেদনার কথা মনে পড়ছে। মনে হচ্ছে বেদনাগুলো আমি পেয়েছি কোন কারণ
ছাড়াই। হাতের লাঠিটা দেখে এ্যাক্সিডেন্টের স্মৃতিটা ভেসে উঠলো, খুবই বেদনাদায়ক!
প্রতিদিনকার মত সেদিন সকালেও গাড়ীর পিছনের সিটে বসে অফিসে যাচ্ছি। গাড়ীর
জানালা দিয়ে বাইরের রুপ রসের যতটুকু আস্বাদন করা সম্ভব তার কোন কিছু নিতেই কার্পন্য করছি
না। হটাৎ করে কি হলো জানি না, গাড়ীটা ভীষণ জোরে ধাক্কা খেয়ে খাদে পড়লো। ভালোই
হয়েছিল যে জ্ঞান হারিয়েছিলাম। জ্ঞান ফিরে পেতেই কি অসহনীয় যন্ত্রনা। ডান পায়ের
হাটুর জয়েন্টটা ভেঙ্গে চুরমার হয়ে গেল। জীবনের উপর একটা স্থায়ী ক্ষত পড়লো। তখন
থেকেই লাঠিতে ভর দিয়েই হাটতে হয়।
কাকে দোষ দেব আমার এমন অবস্থার জন্য। অন্য যার বা যা কিছুর দোষেই ঘটনাটা
ঘটুক, আমার দোষে তো নয়। তাহলে এটা কি শাস্তি! আমাকে শাস্তি দেয়া হয়েছে!
বছর দশেক আগে আরেকটা ঘটনা মনে পড়ছে। যুদ্ধবিদ্ধস্ত দেশ মোজামবিকের রাজধানি
মাপুতুতে গেলাম একটা শান্তিরক্ষা মিশনে। একটা পাঁচ তারা হোটেলে থাকি। কিন্তু
তখন দূর্দশাগ্রস্থ দেশটির অন্যান্য সবকিছুর মত হোটেলটা নামেই পাঁচ তারা।
সেদিন রবিবার অন্যান্য কয়েকজনের সাথে সমুদ্র তীরে যাবো একটু ঘুরতে। সকালেই
বেরুবো, সময় মত প্রস্তুত হয়ে অন্যান্য সাথিরা সবাই লবিতে অপেক্ষা করার কথা। তেইশ তলা থেকে
নামার জন্য লিফটে উঠলাম। ছোট্ট লিফট পাচ থেকে ছয় জনের মত মানুষের জন্য।
ছুটির দিন তায় এত সকালে কেউ নেই আমি একাই লিফটে। কয়েক তলা নেমেই লিফটটা
বন্দ হয়ে গেল। ভাবলাম এখনই আবার চলতে শুরু করবে। কিন্তু না ওটা আটকেই
থাকলো। ছুটির দিন সকাল বেলা, লিফট ম্যানও নেই। পনেরো মিনিট আধা ঘন্টা কিছুই
হচ্ছে না। ঘামে সমস্ত শরীরটা ভিজে যাচ্ছে। কত ভয়ংকর সব সম্ভাবনা চোখের সামনে
ভেসে উঠছে। মনে হলো এখনই বোধহয় দমটা বন্দ হয়ে যাবে। পাগলের মত চিৎকার
করছি, দরজায় সজোরে ধাক্কা দিচ্ছি। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।
এভাবে কতক্ষন কেটেছিল জানিনা। হাত পায়ের সব জোর হারিয়ে ফেললাম। সব আশা
ছেড়ে দিয়ে মেঝের উপর ধপ করে বসে পড়লাম।
হটাৎ করে লিফটের দরজাটা খুলে গেল। তাকাতেই দেখি একজন সাদা চামড়ার মানুষ।
দরজাটা ধরে দাড়িয়ে। হাসি মুখে বললো- তুমি সমস্যাই পড়েছ?
আমি অনেকটা লাফ দিয়ে বেরিয়ে এলাম ঐ মৃত্যু কুপ থেকে।
লম্বা করিডোর, তারই কোন একটা রুমে আমার ত্রানকর্তা মিলিয়ে গেল নিমেষেই। কোথা
থেকে ও এল আর কোথায় বা গেল জানিনা।
আহ বাচার কি আনন্দ! কথাটা ভাবলে এখনো বুকটা কেপে ওঠে।
বুক ভরে একটা নিঃশ্বাস নিলাম।
আরো অসংখ্য আনন্দ বেদনার চিত্র ভেষে উঠছে মানষপটে।
কেন এত বেদনা, কেনই বা এত আনন্দ তার কিছুই বুঝতে উঠতে পারি না। এ যদি শাস্তি বা
পুরষ্কার হয় তাহলেই বা কেন, কিসের জন্য!
হঠাৎ করেই মনে হলো দেহটা ছেড়ে আমি বেরিয়ে এলাম নিঃশব্দে। যা কিছু পার্থিব যা
কিছু দৈহিক তার সব কিছুই পড়ে রইলো। ঈন্দ্রীয়গুলোও ওই দেহেরই অংশ তায় ওগুলোও
রয়ে গেল দেহের সাথেই।
দেহটা চেয়ারে হেলান দেয়া, যেন ঈন্দ্রীয়ের খাঁচা ওটা। আমি আর ঐ খাঁচায় আটক নই।
ওটার সাথে আমার কোন সম্পর্ক নেই। কখনো ছিল বলেও মনে হচ্ছে না।
আহ কি শান্তি কি তৃপ্তি! কোন জ্বালা নেই যন্ত্রনা নেই, নেই কোন দৈহিক মানষিক বা
আত্মিক চাহিদা। নেই কোন অবধারিত অনিশ্চিত মৃত্যু চিন্তা।
I had a long career in Army. I was trained to follow orders, instructions and set rules, taking those as axiomatic. That strayed me a bit from free thinking as happens with all technology users. Basically I am a free thinker always and now in search of some basic truth in my own way. ([email protected]).
sildenafil 100mg canada pharmacy https://vivigrix.com/ best viagra price in india
sildenafil 20 mg buy online https://ethvigrix.com/ viagra generic viagra
us online pharmacy viagra https://ac3vigra.com/ sildenafil 50 mg
can tadalafil cause heartburn cipla tadalafil tadalafil daily reviews
generic viagra tadalafil tadalafil 20mg uk tadalafil vs vardenafil vs sildenafil
thesis agency portland how do i write a thesis strong thesis
thesis statement builder apa thesis statement thesis statement outline example
college essay writers best medical school essay editing service essay writer program
high school essay help essay writing service law school cheap essay online
buy an essay online essay writing help for high school students cheap essay
cat essay writer good essay writing website college admissions essay help
doctoral dissertation fellowship dissertation research dissertation methodology
chapter 4 qualitative dissertation example pdf reference dissertation sample dissertation proposal defense powerpoint presentation
statistical dissertation education dissertation ideas proquest dissertations search
dissertation review business dissertation topics what is a doctoral dissertation
noted in her 1925 doctoral dissertation that stars were made of hydrogen: apa dissertation format 7th edition dissertation vs capstone
dissertation abstracts online dissertation writing a law dissertation
how to find someone to write my paper college paper service parchment paper for writing spells
raised line writing paper printable primary writing paper writing a 5 page paper
writing an introduction paragraph for a research paper lined writing paper with border kindergarten writing tablet paper
writing paper size write my english paper elementary writing paper
cheap essay academic essay writers theme essay
essay writing service discount code top ten essay writing services college essay examples
valtrex b12 valacyclovir aids valtrex adderall
lyrica vtuber difference between pregabalin and gabapentin lyrica ingredients
don’t take it personal lyrica anderson can you take lyrica and gabapentin together 100 mg lyrica
lisinopril halbwertszeit diltiazem and lisinopril lisinopril buspar
atorvastatin gynecomastia lipitor counterfeit lipitor crohn’s
synthroid hyperparathyroidism synthroid patch synthroid creatinine
sojh valtrex valacyclovir hypertension labyrinthitis valtrex
synthroid oxycodone synthroid puberty synthroid confusion
2g valtrex valtrex trap imuran valtrex
metformin logo metformin crystals metformin 50/500
tamoxifen discontinuation tamoxifen kinderwunschbehandlung nolvadex monografia
metformin indicatii metformin kostenГјbernahme metformin glaucoma
nolvadex turkey nolvadex astrazeneca tamoxifen category
tadalafil dapoxetine tablets india cialis stopped working professional cialis
when does cialis go off patent viagra cheap generic cialis what to do when cialis stops working
buying cialis online safely canadian pharmacy cialis brand cialis online pharmacy
cialis canada price cialis without a doctor prescription cialis generic release date
sildenafil women cheap generic viagra 25mg 5343 viagra
generic viagra 150 mg pills viagra medicine buy viagra in usa
cialis us pharmacy online walmart pharmacy price for cymbalta cvs pharmacy near me
fda approved online canadian pharmacy weight loss drugs prescription pharmacy technician in canada
take cialis the correct way cialis expiration cialis buy cheap with master card
viagra otc viagra canada discount cost of 50mg viagra in canada
ventolin inhaler price albuterol cheapest price
https://pharmacyizi.com/# buying pills online
[url=https://pharmacyizi.com/#]pharmacy drugs[/url] best natural cure for ed
[url=https://viagrageneric.cyou]viagra generic 100 mg us[/url]
https://pharmacyizi.com/# ed men
best ed supplements ed drugs over the counter
baricitinib 4mg for sale – lisinopril 5mg ca generic lisinopril 5mg
https://pharmacyizi.com/# otc ed pills
best natural cure for ed the best ed drug
side effects of lasix furosemide 20 mg
https://pharmacyizi.com/# buy medication online
[url=https://pharmacyizi.com/#]ed clinics[/url] pharmacy drugs
https://pharmacyizi.com/# errectile disfunction
https://pharmacyizi.com/# ed medication online
https://pharmacyizi.com/# real viagra without a doctor prescription
plaquenil online order – sildenafil india buy cenforce 50mg
https://pharmacyizi.com/# best online drugstore
stromectol 3mg tablets stromectol 3mg tablets
order stromectol over the counter stromectol 3mg tablets
[url=https://stromectoltrust.com/#]horse ivermectin[/url] ivermectin mechanism of action in scabies
stromectol 12 mg tablets stromectol 12 mg tablets
[url=https://buyviagra.cyou]viagra 100 mg brand[/url]
neurontin 800mg tablet – stromectol 12mg usa ivermectin 12 mg otc
[url=https://buyviagra.cyou]viagra uk[/url]
ivermectin ointment stromectol
stromectol for humans for sale order stromectol over the counter
[url=https://buyviagra.cyou]viagra 100 mg usa[/url]
https://stromectoltrust.com/# stromectol 12 mg tablets
https://stromectoltrust.com/# stromectol 3 mg tablets price
https://stromectoltrust.com/# stromectol
stromectol for humans for sale order stromectol over the counter
finasteride 5mg tablets https://finasteride.beauty
cheap prednisone 20mg – buy isotretinoin 10mg without prescription order prednisolone 40mg generic
generic clomid for sale clomid 100mg for sale
[url=https://lyrica.press/]lyrica medication[/url]
https://doxycyclineonline.store/# purchase doxycycline
[url=https://lyrica.press/]purchase lyrica for sale[/url]
stromectol for sale generic ivermectin
buy generic clomid clomid coupon
https://doxycyclineonline.store/# purchase doxycycline
[url=https://edpills.best/#]non prescription ed pills[/url] cheap erectile dysfunction pills
clomid for sale clomid coupon
[url=https://lyrica.press/]lyrica 75 mg usa[/url]
https://drugsonline.store/# best natural cure for ed
[url=https://clomidonline.icu/#]cheap clomid[/url] clomid for sale
[url=https://stromectol.life/#]stromectol[/url] order stromectol over the counter
furosemide 40 mg for sale lasix medication
red ed pill – cialis 5mg bestellen sildenafil 100mg fГјr mГ¤nner
[url=https://lyrica.quest/]buy lyrica 150 mg[/url]
clomid for sale buy clomid
[url=https://lyrica.quest/]lyrica drug[/url]
doxycycline for sale doxycycline
https://edpills.best/# best ed pills online
doxycycline doxycycline without prescription
https://edpills.best/# pills for ed
[url=https://clomidonline.icu/#]buy clomid[/url] cheap clomid
buy doxycycline purchase doxycycline
[url=https://lyrica.quest/]buy pregabalin 150 mg online[/url]
sildenafil order online – buy viagra 50mg generic viagra 150mg for sale
buying cialis in mexico cialis no prescription
[url=https://lyrica.top/]pregabalin sale[/url]
https://clomidonline.icu/# clomid coupon
[url=https://lyrica.top/]pregabalin 75 mg pills[/url]
ivermectin 12 stromectol for sale
https://doxycyclineonline.store/# doxycycline without prescription
[url=https://doxycyclineonline.store/#]purchase doxycycline[/url] buy doxycycline
how to overcome ed mens ed
erection pills mens erection pills
flagyl 200mg generic – buy sulfamethoxazole sale order cephalexin 500mg online cheap
https://clomidonline.icu/# clomid
[url=https://lyrica.top/]pregabalin ca[/url]
[url=https://doxycyclineonline.store/#]doxycycline 50mg[/url] purchase doxycycline
propecia 1mg cost – cheap fluconazole brand ciprofloxacin 1000mg
clomid coupon cheap clomid
https://drugsonline.store/# ways to treat erectile dysfunction
[url=https://stromectol.life/#]generic ivermectin[/url] ivermectin cream cost
[url=https://edpills.best/#]best ed drug[/url] compare ed drugs
clomid for sale canada cheap clomid
doxycycline 150 mg cost comparison doxycycline without prescription
[url=https://lisinopril.press/]lisinopril 40 mg brand name in india[/url]
diflucan men diflucan prices canada
https://diflucan.icu/# diflucan cost in india
[url=https://withoutprescription.store/#]canadian drugstore online[/url] buy prescription drugs without doctor
amoxicillin without a doctor’s prescription carprofen without vet prescription
https://gabapentin.icu/# neurontin rx
ed meds online canada prescription meds without the prescriptions
[url=https://cipro.best/#]buy cipro[/url] cipro pharmacy
[url=https://lisinopril.press/]lisinopril 10mg tabs[/url]
neurontin 100mg tab neurontin for sale online
https://withoutprescription.store/# canadian drugs
[url=https://cipro.best/#]cipro ciprofloxacin[/url] buy cipro cheap
https://withoutprescription.store/# buy prescription drugs online
https://sildenafiluis.com cenforce 150 sildenafil citrate
diflucan online buy diflucan rx online
ed pills comparison ed meds online
https://withoutprescription.store/# amoxicillin without a doctor’s prescription
[url=https://erectionpills.best/#]best male ed pills[/url] best pill for ed
zofran price – valacyclovir 1000mg price order valtrex 500mg generic
purchase cipro buy cipro online without prescription
[url=https://lisinopril.press/]lisinopril price[/url]
https://withoutprescription.store/# canadian medications
ed treatment drugs cures for ed
https://diflucan.icu/# where to get diflucan without a prescription
[url=https://diflucan.icu/#]diflucan discount coupon[/url] can you buy diflucan without a prescription
diflucan online cheap diflucan medication prescription
buy ciprofloxacin over the counter buy ciprofloxacin over the counter
https://withoutprescription.store/# best non prescription ed pills
[url=https://erectionpills.best/#]over the counter erectile dysfunction pills[/url] buy ed pills online
diflucan tablets buy online no script diflucan 150 mg tablet
sildenafil vs sildenafil citrate difference sildenafil 100 mexico
[url=https://cipro.best/#]buy ciprofloxacin[/url] buy cipro
prescription drugs pain meds without written prescription
https://withoutprescription.store/# legal to buy prescription drugs without prescription
[url=https://diflucan.icu/#]diflucan 200 mg capsule[/url] diflucan canada prescription
https://withoutprescription.store/# best canadian online pharmacy
https://gabapentin.icu/# neurontin cap
buy cipro online canada ciprofloxacin 500 mg tablet price
https://erectionpills.best/# non prescription ed drugs
[url=https://diflucan.icu/#]buy diflucan pill[/url] diflucan tablet price
medicine neurontin capsules neurontin 800 pill
buy tadalafil 40mg for sale – celecoxib 200mg without prescription order generic tamsulosin 0.4mg
buy diflucan without prescription diflucan online nz
prescription drugs prescription drugs canada buy online
https://diflucan.icu/# diflucan medication
[url=https://withoutprescription.store/#]cat antibiotics without pet prescription[/url] pain medications without a prescription
[url=https://gabapentin.press/]neurontin cheap[/url]
stromectol uk stromectol
https://diflucan.icu/# diflucan pill canada
[url=https://gabapentin.press/]buy neurontin pills[/url]
ed pills that really work best male ed pills
https://cipro.best/# п»їcipro generic
[url=https://gabapentin.icu/#]gabapentin[/url] neurontin drug
diflucan 150mg tab diflucan candida
ciprofloxacin generic cipro 500mg best prices
neurontin cost in singapore neurontin 100mg tab
https://erectionpills.best/# buy erection pills
[url=https://erectionpills.best/#]ed pills comparison[/url] best otc ed pills
https://cipro.best/# buy cipro cheap
cheapest ed pills online medicine erectile dysfunction
[url=https://diflucan.icu/#]price of diflucan in south africa[/url] diflucan no prescription
[url=https://gabapentin.press/]order neurontin 100 mg online cheap[/url]
cipro 500mg best prices buy cipro online
https://gabapentin.icu/# neurontin 1800 mg
[url=https://withoutprescription.store/#]how to get prescription drugs without doctor[/url] buy canadian drugs
https://diflucan.icu/# diflucan price in india
https://gabapentin.icu/# neurontin tablets
ciprofloxacin 500 mg tablet price ciprofloxacin 500 mg tablet price
https://withoutprescription.store/# buy prescription drugs without doctor
[url=https://erectionpills.best/#]drugs for ed[/url] cheapest ed pills online
order cozaar sale – order topiramate without prescription phenergan order online
diflucan uk price where to get diflucan over the counter
https://diflucan.icu/# diflucan tablet price
[url=https://diflucan.icu/#]diflucan online purchase[/url] diflucan price south africa
buy diflucan generic diflucan otc
buy diflucan online uk can you buy diflucan over the counter in australia
https://cipro.best/# cipro
[url=https://diflucan.icu/#]cost of diflucan in india[/url] medicine diflucan price
online ed pills ed drugs
https://buylasix.icu/# lasix dosage
lasix medication lasix 100 mg tablet
https://buymetformin.best/# metformin tab cost in india
[url=https://buylipitor.store/#]lipitor drug[/url] canada prescription price lipitor
lipitor 10mg how much is generic lipitor
https://buylasix.icu/# lasix 100mg
[url=https://buymetformin.best/#]metformin without prescription canada[/url] canadian metformin price
lasix generic name lasix generic name
https://buylipitor.store/# how much is lipitor discount
[url=https://buylipitor.store/#]lipitor 5mg[/url] lipitor australia
https://buytadalafil.men/# tadalafil 2
purchase clopidogrel generic – plavix 75mg uk cheap reglan
tadalafil 20mg price in india tadalafil online prescription
https://buymetformin.best/# metformin er 500 mg
can you buy metformin without prescription metformin tablet cost
https://buylasix.icu/# lasix tablet
buy flexeril 15mg generic – order toradol buy inderal generic
https://buynolvadex.store/# tamoxifen alternatives premenopausal
[url=https://buylipitor.store/#]lipitor pfizer[/url] lipitor generic drug
buy furosemide online lasix for sale
https://buymetformin.best/# order metformin medicine
[url=https://buylasix.icu/#]lasix 100 mg[/url] furosemide 40 mg
tadalafil online cost best price for tadalafil 20 mg
lipitor india buy cheap lipitor
list of over the counter med http://medsmir.com/ global canadian pharmacy
[url=https://buymetformin.best/#]online metformin[/url] cost of metformin 500mg
best site to order generic viagra how to buy generic viagra
buy isotretinoin 20mg pill – tetracycline 250mg drug buy tetracycline 500mg online
zithromax buy zithromax 500mg over the counter
[url=https://clomidforsale.life/#]where can you purchase clomid[/url] can i buy clomid over the counter
https://zithromaxforsale.shop/# how much is zithromax 250 mg
doxycycline 200mg tablet doxycycline 100mg tablet brand name
how to buy zithromax online zithromax purchase online
https://zithromaxforsale.shop/# buy zithromax online
[url=https://clomidforsale.life/#]buy clomid online[/url] buy clomid online 50mg canada
[url=https://doxycyclineforsale.life/#]buy doxycycline medicine[/url] doxycycline brand name in india
modafinil 100mg canada – buy provigil generic budesonide for sale
cost of viagra viagra online usa
https://sildenafilmg.online/# viagra online usa
[url=https://sildenafilmg.com/#]sildenafil 20 mg[/url] buy real viagra online
viagra 150mg pills – sildenafil 100mg tablets tadalafil 40mg canada
viagra 100mg price price of viagra
[url=https://sildenafilmg.online/#]where to buy viagra[/url] buy real viagra online
best over the counter viagra where to buy viagra online
buy cenforce 100mg generic – order ezetimibe 10mg online cheap order motilium online cheap
[url=https://sildenafilmg.com/#]viagra pills[/url] buy viagra online canada
how much is viagra viagra shop
how much is viagra where to buy viagra
https://sildenafilmg.online/# buy generic 100mg viagra online
[url=https://sildenafilmg.com/#]sildenafil[/url] when will viagra be generic
buy lasix – purchase allopurinol online cheap order generic doxycycline 200mg
[url=https://sildenafilmg.shop/#]viagra shop[/url] best over the counter viagra
order diltiazem generic – gabapentin brand gabapentin 600mg cost
buy viagra online usa online doctor prescription for viagra
https://sildenafilmg.com/ cheap viagra online
[url=https://sildenafilmg.shop/#]sildenafil[/url] where can i buy viagra over the counter
buy prednisone 10mg – order accutane 40 mg online amoxicillin 500mg generic
order tadalafil 10mg online – viagra in usa sildenafil 50mg ca
prescription drugs without doctor approval buy prescription drugs without doctor
[url=https://drwithoutdoctorprescription.com/#]buy prescription drugs from canada[/url] cheap pet meds without vet prescription
https://drwithoutdoctorprescription.com/# non prescription ed pills
oral synthroid – buy hydroxychloroquine 400mg online cheap generic hydroxychloroquine