একটি সৈনিকের গল্প

(সংকলিত)

 

 

সৈনিকটি ভিয়েতনামে যুদ্ধ শেষে অবশেষে বাড়ীতে ফিরছিল। সে সান ফ্রান্সিসকোতে পৌঁছে তাঁর পিতাকে টেলিফোন করলো। -বাবা, আমি যুদ্ধ থেকে ফিরে বাড়ি আসছি, তবে তোমাদের কাছে থেকে একটা ব্যাপারে অনুমতি নেয়ার জন্য কল করলাম। সাথে আমার একজন বন্ধু আছে আমি চাই তাকে আমার  সাথে আমাদের বাড়ীতে আনতে।  

-অবশ্যই। বাবা জবাব দিল। -আমরা তোমার বন্ধুর সাথে দেখা করতে খুবই আগ্রহী।  

-আমার বন্ধু সম্পর্কে তোমাদের আরো কিছু কথা জানা দরকার। ছেলেটি একটু থেমে আবার বললো। – আমার বন্ধুটি লড়াইয়ে খুব মারাত্মক ভাবে আহত হয়েছে। একটি স্থল মাইনের উপর পা পড়াই সে একটি হাত এবং একটি পা হারিয়েছে। তাঁর আর কোথাও যাওয়ার জায়গা নেই তায় আমি চাই যে সে এখানে এসে আমাদের সাথে থাক।

-তোমার বন্ধুর এই অবস্থার জন্য আমারা খুবি দুঃখিত,সোনা। বুঝতে পারছি সে খুবই  অসহায়, তায় তার বেচে থাকার জন্য আমরা কোন না কোন ভাবে তাকে সহায়তা করতে পারি।   

-না, না, আমি চাই সে আমাদের সাথেই থাক। বাবার কথার উত্তরে ছেলে বললো।   

-সোনা, তুমি বুঝতে পারছ না তুমি কী অনুরোধ করছো। এরকম একজন প্রতিবন্ধী আমাদের উপর ভয়াবহ বোঝা হয়ে দাঁড়াবে। আমাদের নিজস্ব জীবন আছে এবং আমরা চায়না এরকম কিছু আমাদের জীবন চলাতে বাধা হয়ে দাঁড়াক। আমার মনে হয় তুমি ওর কথা ভুলে সরাসরি বাড়িতে এস। ছেলেটি নিশ্চয়ই নিজে থেকে বেঁচে থাকার কোন না কোন উপায় খুঁজে পাবে। বাবা উত্তর দিলেন।

ছেলেটি আর কিছু না বলে ফোনটি রেখে দিল।

কিছু দিন পরে ছেলেটির বাবা সান ফ্রান্সিসকো পুলিশ থেকে একটি কল পেল। তাদের ছেলে একটি বিল্ডিং থেকে পড়ে মারা গিয়েছে। পুলিশ এটাকে আত্মহত্যা বলে মনে করছে।

শোকগ্রস্থ বাবা-মা সান ফ্রান্সিসকোতে উড়ে গেলেন। পুলিশ তাদেরকে মর্গে নিয়ে গেল লাশ সনাক্ত করতে। বাবা মা তাদের ছেলের লাশ চিনতে পারলেন কিন্তু আতঙ্কের সাথে তারা আবিষ্কার করলেন যে তাদের ছেলে বিকলাঙ্গ, তার দেহে একটি মাত্র পা এবং একটি মাত্র হাত আছে।   

 

 

শিক্ষণীয়: আমাদের অনেকে এই গল্পের পিতামাতার মতো। যারা দেখতে সুন্দর সুস্থ তাদেরকে ভাল বাসা, তাদের সাথে মজা করা, তাদের পছন্দ করা আমাদের পক্ষে সহজ মনে হয়। কিন্তু যারা আমাদের জন্য বোঝা হয়ে অসুবিধা বা অস্বস্তির কারণ হয় এমন মানুষদের আমরা সচরাচর   পছন্দ করি না। আমরা বরং এ ধরনের লোকদের থেকে দূরে থাকি যারা  আমাদের মতো সুস্থ, সুন্দর বা স্মার্ট নয়। খোদাকে ধন্যবাদ যে পৃথিবীতে এমন মানুষও আছেন যারা সেভাবে আচরণ করবেন না। যারা সবাইকে শর্তহীন ভাবে ভালবেসে তাদের পরিবারে স্থায়ী ভাবে স্বাগত জানাবেন, তারা যত ঝামেলার কারণ হোক না কেন।

আজ রাতে, ঘুমাতে যাওয়ার আগে একটা ছোট্ট প্রার্থনা করুনঃ মানুষ যে যেরকম তাকে সেভাবেই গ্রহন করার শক্তি খোদা আমাদেরকে দান করুন, এবং যারা আমাদের মত নয় তাদেরকে গ্রহন করার ক্ষমতা বাড়িয়ে দিন।

Category: Bangla, Moral Stories

Comment List

Your email address will not be published.