ছোট্ট মেয়ে এবং তার বাবা

(সংকলিত)

 

 

 

একটি ছোট্ট মেয়ে এবং তার বাবা একটি বাশের তৈরি সেতু পার হচ্ছিল। সেতুটি নড়বড়ে থাকাই বাবা একটু ভয় পেয়ে তিনি তাঁর ছোট্ট মেয়েকে বললেন -সোনা, তুমি আমার হাতটা ভাল করে ধরো যাতে তুমি নদীতে না পড়ে যাও।

-না বাবা, তুমি বরং আমার হাতটা ধর। ছোট মেয়েটি বাবাকে বলল।    

-এতে কী পার্থক্য হলো? বিস্মিত পিতা মেয়েকে জিজ্ঞাসা করলেন।

-একটি বড় পার্থক্য আছে। ছোট্ট মেয়েটি জবাব দিল।

-আমি যদি তোমার হাতটা ধরে রাখি এবং আমার যদি কোন সমস্যা হয় তাহলে সম্ভাবনা আছে যে আমি তোমার হাত ছেড়ে দিতে পারি, তাতে আমি নিচে পড়ে যাব। আর তুমি যদি আমার হাতটা ধরে রাখো তবে  আমি নিশ্চিতভাবেই জানি যে যাই  ঘটুক না কেন তুমি কখনও আমার হাত ছেড়ে দেবে না।

কোন সম্পর্কের ক্ষেত্রে আস্থার জায়গাটা ঠিক চাক্ষুস বাধনের জোরের  উপর নয় বরং সম্পর্কের জোরে বাঁধা থাকে।

:সুতরাং যে আপনার প্রকৃত ভালবাসা তার হাত শক্ত করে ধরুন;  ভালবাসার মানুষটি কত জোরে আপনার হাত ধরবে তার অপেক্ষা না করেই।

Category: Bangla, Moral Stories

Comment List

Your email address will not be published.