শজারুর দলের সহোবস্থান

(সংকলিত )

 

সেবারের শীত কালটি ছিল এ যাবত কালের সব রেকর্ড ভঙ্গকারী হিমশীতল। শীতের তীব্রটার কারণে অনেক প্রাণী মারা যেতে লাগলো।

সেখানে বসবাসরত গায়ে বড় বড় কাটা ওয়ালা শজারুর দল পরিস্থিতি উপলব্ধি করে পরিবেশের সাথে খাপ খায়ীয়ে একত্রে গাদাগাদি করে  বসবাস করে একে অপরের শরীরের উত্তাপে নিজেদেরকে যথাসম্ভব গরম  রেখে শীতের তীব্রটা থেকে বেচে থাকার সিদ্ধান্ত নিল। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো তাদের গায়ের সুচালো কাটা গুলো। শীতের তীব্রতা থেকে  বাচার  জন্য জড়াজড়ি করে থাকার ফলে তারা ঠাণ্ডা থেকে রক্ষা পেল বটে কিন্তু  গায়ের কাটা গুলো একে অপর সহযোগীকে আহত করতে লাগলো।

এভাবে কিছুদিন চলার পর তারা নিজেদেরকে কাটার আঘাত থেকে বাচানোর জন্য একে অপরের থেকে দূরে থাকার সিদ্ধান্ত গ্রহন করল। ফলোশুতিতে তারা একাকী হিমশীতল আবহাওয়াই মারা যেতে শুরু করলো। এ পরিস্থিতিতে তাদের একটি চরম সিদ্ধান্ত নিতে হল: হয় তারা তাদের সঙ্গীদের কাটার আঘাত সহ্য করে বেচে থাকতে হবে নয়তো ওই হিমশীতল আবহাওয়াই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে হবে।

অবশেষে তাদের সুবুদ্ধির উদয় হল এবং তারা হিমশীতল আবহাওয়াই পৃথিবীতে টিকে  থাকার জন্য একসাথে বসবাসের সিদ্ধান্ত নিল। তারা একত্রে  বসবাস করে একে অপরের শরীরের উত্তাপে এই হিমশীতল ঠাণ্ডাই বেচে থাকার বিনিময়ে তাদের সঙ্গীদের কাটার আঘাতে সামান্য ক্ষত সহ্য করে বেঁচে থাকতে শিখল। এইভাবেই  হিমশীতল আবহাওয়ার মধ্যে শজারুর দল বাঁচতে সক্ষম হয়েছিল।

শিক্ষণীয়ঃ সৎ সংঘ তৈরি করার জন্য বেছে বেছে সব সৎ মানুষদের  একত্রিত করা নয় বরং সংঘের প্রতিটি সদস্য একে অন্যের অসম্পূর্ণতাগুলির সাথে সমন্বয় করে বাচতে শেখে এবং অন্য ব্যক্তির ভাল গুণাবলীর প্রশংসা করতে পারে।

Comment List

Your email address will not be published.