ঈগল আর চড়ুইদের গল্প
প্রশস্ত ডানা দুটো মেলে ও যখন গগনচুম্বী উচ্চতাই বাতাসে গা ভাসিয়ে দেয় তখন মনে হয় যেন সেও ওই অনন্ত অসীমের একটা অংশ। নিচে যা কিছু তার সব তুচ্ছাতিতুচ্ছ অর্থহীন বোধহয় ওর কাছে।
বিধাতা ওভাবেই বানিয়েছেন ঈগলকে। টানা টানা বিদারক দুটো চোখ আর প্রশস্ত ডানা। তাছাড়া লম্বা সুচালো ঠোট আর লম্বা দুটো পায়ের ডগায় ধারালো নখ। এসব কিছু সবাইকে যেমন আকর্ষন করে তেমনি সবার মনে ভয়েরও উদ্রেগ করে।
যাকে বলে রাজকীয় সৌন্দর্য্য আর ওর স্বভাবটাও রাজকীয়, চেহারার সাথে মানানসই। তায় বাসাটাও বেধেছে সবচেয়ে উচু গাছের একদম আগায়, সবার উপরে।
আকাশের কাছাকাছি ওর বসবাস, আর প্রশস্ত ডানাদুটো মেললে আকাশটা ওর আরো কাছাকাছি এসে যায়। আকাশের সাথে এই সখ্যতার সুযোগ ওর জন্মগত।
অন্যান্য সব পাখীরা যারা মাটির কাছাকাছি ঘর বাধে, সরু সরু নখ আর ঠোট দিয়ে মাটি আচড়ে পোকা মাকড় খেয়ে বেচে থাকে ওদের সবাইকে চড়ুই বলে মনে হয় ওর দৃষ্টিতে। ওদের সবারই ভাব কেবল মাটির সাথে। ওরা ওদের সীমিত চিন্তা চেতনায় আকাশের বিশালতা অনুধাবন করতে পারে না।
ঈগল মনের সুখে আকাশে ওড়ে, বসে কেবল পাহাড়ের চুড়াই আর সব বড় বড় গাছের ডগায়। উড়তে উড়তে ছো মেরে আকাশে ওড়া বা মাটিতে বসা অন্যান্য পশু পাখীদের নিজের পছন্দ মত শিকার করে বাসায় নিয়ে যায়। নিজে খায় আর সদ্য ফোটা বাচ্চাদুটোকেও খাওয়াই।
ওরাইতো ওর পরবর্তী প্রজন্ম। ওদের দিয়েই ওরা বেচে থাকবে অসীমতার অংশ হয়ে।
সুখ স্বপ্নে ডুবে থেকে দিন কাটে ওদের। মাঝে মধ্যেই যতদূর মন চায় উড়ে গিয়ে আকাশের আরো কাছাকাছি চলে যায়। ভাবে সার্থক জীবন ওদের।
-আহ বাসাটাও যদি আরো উচ্চতায় বাধতে পারতো, আকাশের আরো কাছে। উড়তে উড়তে ভাবে ওরা। কিন্তু গাছ গুলো সব ছোট ছোট। ভেবে মনে মনে আপসোসও হয়।
উড়তে উড়তে বা গাছের ডগায় নিজ বাসায় বসে বসে মাঝে মধ্যে তাকায় নিচের দিকে। মাটির কাছাকাছি স্যাঁতসেঁতে চুড়ুয়ের বাসাগুলো দেখলে গায়ের মধ্যে কেমন যেন ঘিন ঘিন করে ওঠে।
ভাবে ওরা সব চড়ুয়ের দল আকাশের কাছাকাছি আসার কোন চেষ্টাও করে না, কেবল পড়ে থাকে মাটিকে নিয়েই। ওই স্যাঁতসেঁতে মাটি ঘেটে ঘেটে গায়ে কাদা মাটি মেখে খাবারের সন্ধান করেই দিন কাটে ওদের।
ভুলেও যেন সুর্য্যালোকিত আকাশের দিকে তাকায় না ওরা। সময়ও নেই, আবার ছোট ছোট অনুজ্জল চোখ দুটো সুর্য্যের কিরণ সহ্যও করতে পারে না। চড়ুয়ের দল কেবল মাঝে মধ্যে ঝিলের জলে তৃষ্ণা মিটানোর ছলে আকাশের প্রতিচ্ছবিটা দেখে তার কাছে মাথা নোয়াই।
তাতেই পরিতৃপ্ত ওরা।
মনে মনে আপসোস হয় ওদের ওই নিরর্থক জীবনের কথা ভেবে।
তায় রাজকীয় ঈগল ভাবলো ওদের জীবনের অসারতাকে চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য। মনস্থ করলো চড়ুইদের দাওয়াত করবে ওর বাসায় একদিন। ভাল ভাল খাবার দাবার পরিবেশন করে আর আকাশের কাছাকাছি ওর বাসাটা দেখিয়ে নিজের উন্নত জীবনের কিছুটা ধারণা দেয়া যাবে ওদের।
ঈগলের দাওয়াত পেয়ে একেবারে আত্মহারা চড়ুয়ের দল।
ওদের অনেকেই দেখিনি কখনো ঈগলকে, শোনেওনি ওর কথা। ওরা মিটিং করে ঈগল সম্পর্কে যার যেটুকু জানা আছে তা নিয়ে আলোচনা করলো। মিটিং শেষে চড়ুইরা সবাই ঈগল, তার বাসা, শক্তি-সামর্থ্য ইত্যাদি সম্পর্কে এক একটা কল্পিত ছবি একে দাওয়াতের দিন আগমনের অপেক্ষায় ক্ষণ গুনতে লাগলো।
ওদের এতসব প্রস্তুতি উপর থেকে দেখে মৃদু হাসলো ঈগলেরা।
দাওয়াতের দিন সকালে একান্ত তাচ্ছিলো ভরে ছো মেরে একটা আস্ত খরগোশ ধরে আনলো ঈগল।
-এটাই ওদের মত ভুখা নাঙাদের জন্য যথেষ্ট। ভাবলো ওরা।
লম্বা ঠোট দিয়ে খরগোশটাকে ছিড়ে নিজেরাও খেলো আর বাচ্চাদেরকেও দিল।
ভাবলো আস্ত খরগোশটা চড়ুইয়ের দল ওদের ছোট ঠোট দিয়ে ছিড়তে পারবে না। তায়তো এগুলো ছেড়া থাকলে ওদের খাওয়ার সুবিধে হবে।
চড়ুয়ের দল প্রস্তুত হয়ে আনন্দে ডগমগ অবস্থায় কিচির মিচির করতে লাগলো। এ যেন এক মহা উৎসব ওদের জন্য।
অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। ঈগলের উচু বাসায় দাওয়াত খেতে যাওয়ার জন্য এক এক করে উড়তে শুরু করলো চড়ুয়ের দল।
কিন্তু একি! ঈগলের বাসাটা যে অত উচুতে তা ওরা এতদিন আন্দাজ করতে পারিনি। চড়ুয়ের দল ব্যর্থ হয়ে একে একে ক্লান্ত দেহে নেমে এসে মাটিতে বা নিচু ডালে বসে জিব বের করে হাঁপাতে লাগলো। কেউ কেউ আবার পাশের ঝিল থেকে জল খেয়ে বুকের ধুকধুকুনিটা কমালো। সেই সাথে ঝিলের জলে দেখা যাওয়া আকাশের প্রতিচ্ছবির সামনে মাথাটা নতুন করে নুইয়ে আসলো তাঁর কাছে নিজেদের ক্ষুদ্রাকারের কথা স্বরণ করে।
এতোদিনে চড়ুয়ের দল সত্যি সত্যিই ঈগলের সামনে ওদের অসারতাকে হাড়ে হাড়ে উপলব্ধি করলো।
চড়ুইদের কান্ডকারখানা দেখে ঈগল একটু অবাক হলেও নিজের উন্নত অবস্থানের চিন্তাটা আরো সূদৃঢ় হলো ওদের মনে। ওদের সুউচ্চ বাসার নিচে চড়ুইদের প্রানান্তকর পাখা ঝাপটানো দেখে ওদের ঠোটের উপর আত্মতৃপ্তির হাসি ফুটে উঠলো।
ভারী মায়া হলো বেচারাদের জন্য।
কি যেন একটা ভাবলো ওরা। তারপর ওদের লম্বা লম্বা ধারালো নখওয়ালা পা দিয়ে আঁচড়ে আঁচড়ে দাওয়াতী চড়ুইদের জন্য রাখা খাবার গুলো ওর বাসা থেকে নিচে ফেলে দিতে লাগলো।
চড়ুইগুলো প্রথমে একটু হতভম্ব হলেও পরোক্ষনে খাবারগুলো আশির্বাদের মত আকাশ থেকে পড়ছে ভেবে মহা আনন্দে কিচির মিচির করতে করতে মহাতৃপ্তিতে তা খাওয়া শুরু করলো।
ঈগলের এ মহানুভবতার গুনকীর্তনে মেতে উঠলো সব চড়ুয়ের দল।
তা দেখে ঈগলের তৃপ্ত আত্মা কানায় কানায় পরিপূর্ণ হলো। ওরা কৃতজ্ঞতা ভরে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে অতীব উৎশাহ সহকারে ওদের বাসার ভিতর রক্ষিত খাবারগুলো পা দিয়ে ঠেলে ঠেলে নিচে ফেলতে লাগলো।
যেন পাকা শিল্পীর তুলিতে আকা অপরূপ এ দৃশ্যে! সবাই মাতোয়ারা নিজ নিজ তৃপ্তিতে!
এরই ফাকে এক বুড়ো চড়ুয়ের চিৎকারে চড়ুয়ের দল যেন সম্বিৎ ফিরে পেলো।
অসীমের অংশ হওয়ার তৃপ্তিতে নিমগ্ন ঈগলের পায়ের ধাক্কায় চড়ুয়ের খাবারের সাথে ওদের কদিনের ফোটা বাচ্চা দুটোও নিচে পড়ে গেল।
চড়ুয়ের দল কিচির মিচির থামিয়ে জড়ো হলো উচু গাছের মাথা থেকে পড়ে যাওয়া ঈগলের বাচ্চা দুটোকে ঘিরে।
চড়ুইদের কেউ কেউ ঝিল থেকে ঠোটে করে পানি এনে আবার কেউ ভেজা স্যাঁতসেঁতে মাটির উপর নরম খড়কোটা বিছিয়ে বাচ্চাদুটোকে শুশ্রূষা করতে ব্যস্ত হয়ে পড়লো।
বুড়ো চড়ুইটা চিৎকার করে ঈগলকে ডাকতে লাগলো।
কিন্তু ঐ মুহুর্তে মাথার উপর আকাশের গন্ধ আর নিচ থেকে ভেসে আসা ওদের ফেলা খাবার খেয়ে পরিতৃপ্ত আর কৃতজ্ঞ বেচারা চড়ুইদের কিচির মিচির শব্দ ওদের মনের গভীরে লালিত শ্রেষ্টত্বের স্বীকৃতি প্রাপ্তিতে মাতোয়ারা ঈগল। সেই প্রশান্তিতে চোখ কান সবই বন্ধ ওদের।
নিচে চড়ুইদের থেমে যাওয়া কিচির মিচির ওদের আত্মতৃপ্তির ধ্যান ভঙ্গ করলো।
ওরা ওদের পরিতৃপ্তির ধ্যান ভঙ্গ করে নিচে এক জায়গায় জড়ো হওয়া চড়ুইদের দিকে তাকালো। চড়ুইদের অমন চুপচাপ ভাব বিহবল করলো ঈগলদেরকে।
হঠাৎ করে ওদের নজরটা পায়ের নিচে নিজ বাসার দিকে পড়ায় আৎকে উঠে তাড়াতাড়ি করে উড়ে সোজা মাটিতে নেমে আসলো।
আকাশের ঈগলকে মাটিতে দেখে চড়ুয়ের দল সভয়ে ওদেরকে জায়গা করে দিল।
কিছুদিন আগে ফোটা বাচ্চা দুটো মাটিতে পড়ে আছে পাশাপাশি। চড়ুইদের দল ওদের সাধ্যমত সব চেষ্টা করেছে বাচ্চা দুটোকে বাচিয়ে রাখার জন্য।
বাচ্চা দুটো চোখ মেলে তাকালো। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললো।
বেচে আছে দুটো বাচ্চাই। তবে অত উচু থেকে পড়ায় ওদের দুজনেরই একটা করে পা আর ডানা ভেঙ্গে গিয়েছে।
বাচ্চাদের জীবন বাচার আনন্দে বিভোর সবাই।
ঈগলেরা চড়ুইদের মহানূভবতার জন্য যার পর নেই কৃতজ্ঞতা জানালো। আর চড়ুইয়ের দল তাদের সর্বপ্রকারের সাহায্য সহযোগিতার আশ্বাস পূনর্ব্যক্ত করলো।
কিন্তু সমস্যা বাধলো বাচ্চা দুটোকে অত উচুতে বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়া নিয়ে। বুড়ো চড়ুই সোৎশায়ে বললো -তা থাক না ওরা এখানে পা ডানা ভালো হওয়া পর্যন্ত।
চড়ুই সরদারের বদান্যতায় অভিভূত হলো ঈগল। ভাবলো ওরা এই বদান্যতা না দেখালেও ওরতো
কিছুই করার ছিল না।
মাটির বাসায় থাকতে ভীষন অসুবিধা তবুও বাচ্চাদের কথা মাথায় রেখে মাটিতে বাসা বেধে থাকার মনোস্ত করলো ঈগলেরা। ওরা ওদের মত করে মাটির টিপির উপর ঘর বেধে নিল কিছু দিন থাকার প্রস্তুতি হিসাবে।
মাটির বাসায় রাতে ঘুম আসে না ওদের, গাটা ম্যাজ ম্যাজ করে। সন্ধ্যে হলেই অন্ধকার যেন গিলে ফেলে সবকিছু। এখান থেকে আকাশটাও দেখা যায় না একদম।
মনে হয় যে কোন সময় দম বন্ধ হয়ে যাবে। প্রহর গুনে গুনে সারারাত কোনমতে পার করে সকাল হতেই ডানা মেলে আকাশে ওড়ে। কিন্তু বেশিক্ষন উড়তে পারে না, ক্লান্ত লাগে, চোখ দুটো ঢুলু ঢুলু করে ঘুমে। ফাকে ফাকে নিজের ফাকা বাসায় শুয়ে চোখ দুটো একটু বন্ধ করে নেয়।
অসীমতার গন্ধ আর নাকে আসে না এখন। পল গুণে গুণে সময় পার হয় ওদের। সকাল হলেই আবার কালো দম আটকানো রাতের আর্বিভাবের অপেক্ষা করে।
এভাবে চলতে চলতে কয়েক দিনেই ওদের শরীর শুখিয়ে দুচোখের নিচে কালি জমে গেল। চেহারায় সেই রাজকীয় ভাবটা দিনে দিনে মলিন হয়ে যেতে লাগলো।
মাটির এই স্যাঁতসেঁতে ঘরে চড়ুইরা সারাদিনের ক্লান্তিতে ভরা দেহটা এলিয়ে দিয়ে কেমন নিশ্চিন্তে
ঘুমোই। আধার নামলে শত শহস্র অসুবিধার কোন কিছুই ওদের চোখের পাতা দুটো খুলে রাখতে পারে না।
আকাশ দেখে না ওরা। ওদের কাছে আকাশ অনেক দূরের বিষয়। মাটিকে নিয়েই দিন কাটে ওদের।
ওরা প্রতিদিন সুর্য্য ওঠার আগে ঘুম থেকে উঠে মাটি মাখা দেহটা ঝিলের জলে একটু ধুয়ে গাটা ঝাড়া দিয়ে শুকিয়ে নিয়েই বেরিয়ে পড়ে। ঝিলে গা ধোয়ার সময় নির্মল জলের মধ্যে দেখা যাওয়া আকাশটার দিকে তাকিয়ে ওরা ওই মহাপরাক্রমনশালী প্রকৃতির সামনে নিজেদের ক্ষুদ্রাতিক্ষুদ্র অস্তিত্বের কথাটা নতুন করে স্মরণ করে আরো একটা নতুন দিন শুরু করে।
ওদের দিকে তাকিয়ে ঢুলু ঢুলু চোখে ঈগল ভাবে -আহ কত সরল আর সহজ আর সীমিত চাহিদার জীবন ওদের! কত অল্পতেই সন্তুষ্ট থাকে ওরা। জীবনের অতিরিক্ত চাহিদাগুলোই দেহ মনে অতৃপ্ততা আনে। চোখ কান বন্দ করে অমূলক শ্রেষ্ঠত্বের ভাবনাগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারলেই কোন ভেদাভেদ থাকে না। বাহ্যিক আকৃতির ভিন্নতাই আমাদেরকে একে অপরের থেকে পৃথক করে রাখে। বাহ্যিক আকৃতির উর্ধে উঠে আকৃতিহীন অস্তিত্তের পর্যায়ে সবাই এবং সবকিছুই অভিন্ন।
প্রতিদিনই দরদ দিয়ে গভীর ভাবে পরীক্ষা করে বাচ্চাদের ক্ষতগুলো দেখে আর ভাবে কয়েকদিনেই হয়তো ক্ষতগুলো ঠিক হয়ে যাবে। তখন ওদেরকে নিয়ে ঈগল আবার ফিরে যাবে ওর নিজ বাসায়।
এটা মাত্র কয়েকদিনের ব্যাপার হলেও দিনগুলো অনেক লম্বা মনে হয় ওদের কাছে।
সেদিন সকালে উঠে চড়ুইদের মত করে হেটে হেটে ঈগল গেল ঝিলের ধারে। কেউ নেই কোথাও। কাকডাকা ভোরে চড়ুইরা সবাই ঝিলের জলে গা ধুয়ে দিন শুরু করেছে অনেক আগেই।
জায়গাটা গাছের ছায়ায় ঢাকা স্যাঁতসেঁতে। গাটা ঘিন করে উঠলো ঈগলের। চারিদিকে আঁষটে গন্ধ আর নিজের শরীরেও কাদা মাটি মাখা।
আকাশটা একদম দেখা যায় না।
ঝিলের জল একটুও নড়ছে না। একটু দূরে জলের মধ্যে একখন্ড আকাশের প্রতিচ্ছবি চোখে পড়লো। নির্মল জলের উপর পড়া একটুখানি আকাশের প্রতিচ্ছবি আকাশের বিশালতার তুলনায় নিতান্তই নগন্য। কিন্তু নির্মল জলের ভিতর দিয়ে দেখা একটুকরো আকাশের এই সৌন্দর্য এত অপরুপ তা কখনো ভাবেনি ইগলেরা।
হঠাৎ করে হাহাকার করে উঠলো মনটা।
মনে হলো -বাচ্চা দুটোর ডানা আর পা যদি কোনদিন ভালো না হয়!
Category: Bangla, Points to Ponder
I had a long career in Army. I was trained to follow orders, instructions and set rules, taking those as axiomatic. That strayed me a bit from free thinking as happens with all technology users. Basically I am a free thinker always and now in search of some basic truth in my own way. ([email protected]).
https://kamagra.beauty kamagra oral jelly cvs
https://pharmacyizi.com/# ed medication
baricitinib brand – order glucophage lisinopril 10mg over the counter
[url=https://viagrageneric.cyou]cost viagra generic 100 mg[/url]
non prescription ed pills cialis without doctor prescription
benefits of paxil buy paroxetine 20 mg online how much does paxil cost without insurance what category of drugs is paxil
https://pharmacyizi.com/# ed meds online canada
https://pharmacyizi.com/# ed medicine online
[url=https://pharmacyizi.com/#]sexual dysfunction in men[/url] cheap medication
https://pharmacyizi.com/# ed treatments
hydroxychloroquine 400mg tablet – order cialis 5mg pill cenforce buy online
plan roche xenical [url=https://xenical.icu/#]orlistat prescription strength [/url] amsa fast orlistat 120 mg dosage how much weight can you lose on orlistat
https://pharmacyizi.com/# ambien without a doctor’s prescription
https://pharmacyizi.com/# cheap pet meds without vet prescription
https://stromectoltrust.com/# stromectol 12 mg tablets
prednisone sweats indian prednisone without prescription can you take tylenol and prednisone how long for prednisone to work for inflammation
furosemide 40 mg side effects https://furosemide.sbs
stromectol order stromectol over the counter
neurontin 600mg generic – stromectol 6mg ca ivermectin for sale
information on paxil [url=https://paxil.directory/#]generic paxil [/url] can you take paxil at night how long to be on paxil
https://stromectoltrust.com/# stromectol
stromectol usa stromectol 12 mg tablets
[url=https://buyviagra.cyou]sildenafil ca[/url]
https://stromectoltrust.com/# stromectol 12 mg tablets
stromectol 3 mg posologie buy ivermectin pills
stromectol 3mg tablets order stromectol over the counter
stromectol 3 mg tablets price stromectol for humans for sale
[url=https://stromectoltrust.com/#]stromectol for humans for sale[/url] stromectol 12 mg tablets
https://clomidonline.icu/# clomid 100mg for sale
quetiapine classification Website is seroquel a mood stabilizer what is a good substitute for seroquel
buy prednisone 10mg pills – cheap prednisolone brand prednisolone
treatments for ed top ed pills
https://clomidonline.icu/# clomid
clomid coupon generic clomid for sale
doxycycline without prescription cheap doxycycline
https://clomidonline.icu/# buy clomid
[url=https://edpills.best/#]ed pills cheap[/url] cheapest ed pills
https://stromectol.bond ivermectin stromectol over the counter
[url=https://lyrica.press/]lyrica buy online[/url]
xenical diet pills [url=https://xenical.icu/#]orlistat online purchase [/url] orlistat 120mg capsules hard reviews how much it takes for xenical to work
non prescription erection pills – buy ed pills fda sildenafil 50mg fГјr frauen
is it illegal to buy prescription drugs online sildenafil without a doctor’s prescription
https://drugsonline.store/# buy ed drugs
clomid clomid coupon
levitra without a doctor prescription drugs for ed
https://drugsonline.store/# ed medicine
[url=https://stromectol.life/#]buy stromectol[/url] stromectol 12 mg tablets
[url=https://lyrica.quest/]pregabalin online buy[/url]
[url=https://stromectol.life/#]stromectol 12 mg tablets[/url] stromectol for sale
clomid clomid coupon
sildenafil 50mg cheap – trazodone 50mg brand viagra 100mg brand
https://edpills.best/# ed treatment review
ivermectin for cattle [url=http://ivermectin.beauty/#]stromectol online canada [/url] where can i buy ivermectin for humans what can ivermectin be used for in dogs
clomid for sale clomid uk
buy clomid buy clomid
https://clomidonline.icu/# clomid
[url=https://doxycyclineonline.store/#]doxycycline for sale[/url] purchase doxycycline
best ed supplements buy erection pills
https://edpills.best/# cheap ed pills
https://furosemide.directory furosemide in mexico
buy generic metronidazole 400mg – buy bactrim 960mg pill order cephalexin 250mg
[url=https://lyrica.top/]buy pregabalin 150 mg online[/url]
https://edpills.best/# best pill for ed
erectile dysfunction cure buy generic ed pills online
baclofen at bedtime baclofen otc uk low dose baclofen for anxiety what class of medication is baclofen
clomid 100mg for sale buy clomid
https://drugsonline.store/# soma therapy ed
[url=https://clomidonline.icu/#]cheap clomid[/url] clomid
best treatment for ed how can i order prescription drugs without a doctor
buy stromectol ivermectin cream cost
propecia cheap – purchase ampicillin pill buy ciprofloxacin
prednisone for tonsillitis [url=https://prednisone.world/#]prednisone 60 mg tablets [/url] prednisone dosage for poison ivy how much does prednisone raise your blood sugar
https://stromectol.life/# stromectol
[url=https://drugsonline.store/#]online drugstore[/url] best ed pills online
ed drugs best non prescription ed pills
https://erectionpills.best/# ed drugs compared
best online canadian pharmacy mexican pharmacy without prescription
https://cipro.best/# buy ciprofloxacin
[url=https://erectionpills.best/#]the best ed pills[/url] top erection pills
diflucan no prescription diflucan 200 mg daily
https://withoutprescription.store/# canadian online drugstore
[url=https://withoutprescription.store/#]ed meds online without doctor prescription[/url] the canadian drugstore
treatment of ed new ed pills
online prescription for ed meds cvs prescription prices without insurance
ondansetron 8mg usa – valacyclovir 500mg canada valacyclovir 1000mg generic
sildenafil dosage how to take https://sildenafiluis.com
https://cipro.best/# ciprofloxacin
[url=https://gabapentin.icu/#]neurontin 800 mg pill[/url] 2000 mg neurontin
[url=https://lisinopril.press/]lisinopril 20mg tablets[/url]
metformin while pregnant glucophage xr 500 metformin hcl 500 mg tablet how does metformin help with pcos
metformin alternatives 2018 [url=http://metformin.beauty/#]metformin 500 mg price australia [/url] metformin with or without food what drug class is metformin
where can i buy cipro online п»їcipro generic
https://diflucan.icu/# diflucan generic cost
[url=https://cipro.best/#]buy generic ciprofloxacin[/url] buy ciprofloxacin over the counter
erection pills ed pills that work
https://erectionpills.best/# best otc ed pills
[url=https://gabapentin.icu/#]neurontin 400 mg cost[/url] order neurontin over the counter
buy cipro online without prescription cipro 500mg best prices
https://erectionpills.best/# best ed pill
[url=https://withoutprescription.store/#]canadian drug[/url] buy anti biotics without prescription
ed drugs best ed drug
carprofen without vet prescription the canadian drugstore
https://diflucan.icu/# how to buy diflucan over the counter
latisse green eyes bimatoprost results how long do you use latisse how many days does a bottle of latisse eye drop
best canadian online pharmacy pain medications without a prescription
https://cipro.best/# buy cipro online
[url=https://withoutprescription.store/#]cat antibiotics without pet prescription[/url] cat antibiotics without pet prescription
viagra effects [url=https://viagranz.xyz/#]ebay australia viagra [/url] what’s the difference between viagra and cialis who owns cialis
https://cipro.best/# ciprofloxacin generic price
sildenafil http://sildenafiluis.com/ how well does sildenafil work
neurontin price india neurontin 214
diflucan oral diflucan 1 otc
cost of neurontin 600mg generic neurontin
https://withoutprescription.store/# sildenafil without a doctor’s prescription
[url=https://diflucan.icu/#]how much is diflucan over the counter[/url] buy online diflucan
https://furosemide.beauty furosemide brand name
canadian cialis online pharmacy – order cialis pills flomax 0.4mg ca
https://erectionpills.best/# ed drug prices
best medication for ed online ed pills
https://withoutprescription.store/# legal to buy prescription drugs from canada
[url=https://withoutprescription.store/#]buy prescription drugs without doctor[/url] non prescription ed pills
[url=https://erectionpills.best/#]buy ed pills[/url] ed pills cheap
buy neurontin online no prescription neurontin brand name in india
https://withoutprescription.store/# discount prescription drugs
viagra vs cialis prix du cialis generique gГ©nГ©rique du cialis en pharmacie ou acheter du cialis
neurontin brand name 800mg 800mg neurontin
lasix http://furosemide.sbs lasix pills 20 mg
antibiotics cipro cipro for sale
https://erectionpills.best/# otc ed pills
[url=https://cipro.best/#]buy cipro[/url] purchase cipro
levofloxacin cheap – levofloxacin price tadalafil women
[url=https://gabapentin.press/]buy neurontin online cheap[/url]
cipro online no prescription in the usa purchase cipro
https://erectionpills.best/# top ed drugs
[url=https://erectionpills.best/#]natural remedies for ed[/url] drugs for ed
ciprofloxacin ciprofloxacin order online
ciprofloxacin over the counter cipro online no prescription in the usa
https://diflucan.icu/# diflucan tablet 500mg
[url=https://withoutprescription.store/#]buy prescription drugs without doctor[/url] canadian pharmacy online
https://erectionpills.best/# pills erectile dysfunction
cheap neurontin neurontin 800 mg tablets best price
online prescription for ed meds buy prescription drugs online legally
https://erectionpills.best/# best pill for ed
[url=https://cipro.best/#]ciprofloxacin generic price[/url] cipro for sale
order losartan 25mg sale – order cozaar 50mg generic promethazine 25mg ca
best ed medications new ed drugs
https://diflucan.icu/# diflucan 150 cost
[url=https://diflucan.icu/#]diflucan 50 mg capsule[/url] how to get diflucan over the counter
https://erectionpills.best/# erectile dysfunction drugs
viagra gold max viagra professionnel quel sont les generiques du viagra quand le viagra ne marche pas
cialis tablets reviews [url=https://cialisnz.life/#]cialis website [/url] where to buy cialis in canada how much cialis to take first time
canadian drug pharmacy legal to buy prescription drugs without prescription
[url=https://cipro.best/#]cipro online no prescription in the usa[/url] buy cipro
[url=https://buynolvadex.store/#]nolvadex steroids[/url] tamoxifen skin changes
tamoxifen depression low dose tamoxifen
https://buymetformin.best/# buy metformin 850 mg uk
[url=https://buylipitor.store/#]lipitor 80 mg[/url] lipitor canada pharmacy
ivermectin by mail anti parasite medicine
https://buymetformin.best/# metformin tablets 800mg
https://buymetformin.best/# metformin 500 mg for sale
lasix 40mg furosemida
buy plavix generic – metoclopramide 10mg for sale metoclopramide pills
cheap 10 mg tadalafil tadalafil tablets 20 mg india
https://buynolvadex.store/# tamoxifen men
latisse original use latisse amazon how do i get latisse where can i buy latisse with no prescription
how to get cenforce 100 [url=http://cenforce.life/#]cenforce 100mg in usa [/url] cenforce 150 how long does it last cenforce dosage
https://buytadalafil.men/# tadalafil from india
lasix dosage generic lasix
https://buymetformin.best/# metformin without prescription
[url=https://buylipitor.store/#]lipitor pfizer[/url] can you buy lipitor over the counter
cyclobenzaprine 15mg ca – order inderal 20mg for sale order inderal 20mg pill
5mg tadalafil generic discount tadalafil 20mg
https://buylasix.icu/# furosemida 40 mg
[url=https://buylasix.icu/#]lasix medication[/url] lasix tablet
[url=https://buylipitor.store/#]lipitor 40 mg generic price[/url] lipitor 40 mg cost
online pharmacies http://medsmir.com/ buy drugs canada
buy prednisone 40 mg buying prednisone
amoxicillin pharmacy price amoxicillin azithromycin
azithromycin for strep azithromycin 500 mg tablet over the counter how long until zithromax works what are azithromycin pills used for
online viagra tablets http://bluethshop.com 100mg sildenafil white tablets
[url=https://clomidforsale.life/#]clomid tablet price[/url] clomid free shipping
accutane over the counter – order tetracycline 500mg online tetracycline 250mg oral
https://doxycyclineforsale.life/# doxycycline prescription cost
clomid online cheap clomid online usa
amoxicillin canada price amoxicillin without rx
doxycycline tablets 100mg doxycycline 150 mg
doxycycline 100 mg cost generic doxycycline 200 mg price
[url=https://clomidforsale.life/#]buy clomid mastercard[/url] where to buy clomid online in canada
buy modafinil 100mg online – budesonide price buy rhinocort generic
[url=https://clomidforsale.life/#]clomid 100mg[/url] generic clomid over the counter
amoxil generic amoxicillin 775 mg
https://prednisoneforsale.store/# prednisone no rx
[url=https://doxycyclineforsale.life/#]doxycycline 50 mg cost[/url] doxycycline 100 mg price uk
https://zithromaxforsale.shop/# zithromax generic cost
amoxicillin 500mg price canada over the counter amoxicillin canada
[url=https://sildenafilmg.com/#]viagra for men[/url] online doctor prescription for viagra
cheapest viagra australia [url=http://australiaviagra.today/#]does viagra require a prescription in australia [/url] kamagra oral jelly vs viagra what to do if viagra doesnt work
where can i buy viagra over the counter viagra for men
https://sildenafilmg.shop/# where to buy viagra
[url=https://sildenafilmg.com/#]viagra for men[/url] viagra from canada
https://sildenafilmg.online/# cheap viagra online
ventolin interactions ventolin otc uk can you overdose on an albuterol inhaler what is albuterol used for in toddlers
sildenafil 150mg pill – sildenafil 100mg pills for sale tadalafil 5mg pills
п»їviagra pills viagra for men
[url=https://sildenafilmg.com/#]viagra price[/url] buy viagra online usa
100mg viagra online doctor prescription for viagra
buying viagra online viagra shop
https://sildenafilmg.online/# order viagra online
[url=https://sildenafilmg.shop/#]viagra[/url] best over the counter viagra
buy cenforce for sale – purchase ezetimibe without prescription order motilium 10mg without prescription
[url=https://sildenafilmg.shop/#]viagra[/url] best place to buy viagra online
viagra without a doctor prescription cost of viagra
viagra pfizer buy best place to buy viagra
neurontin for pain neurontin 600 neurontin and sexual side effects how long does it take for gabapentin to kick in?
order furosemide 40mg – oral furosemide order doxycycline 200mg without prescription
order viagra online viagra shop
https://sildenafilmg.com/ viagra from india
[url=https://sildenafilmg.online/#]over the counter viagra[/url] best place to buy viagra online
zanaflex cost [url=https://zanaflex.xyz/#]zanaflex tablets [/url] does/zanaflex contains aspirin how long before zanaflex is out of system
viagra without a doctor prescription viagra online usa
[url=https://sildenafilmg.com/#]viagra pills[/url] п»їviagra pills
purchase diltiazem without prescription – diltiazem 180mg cost cheap gabapentin tablets
over the counter viagra best place to buy generic viagra online
https://sildenafilmg.online/# where can i buy viagra over the counter
[url=https://sildenafilmg.shop/#]viagra shop[/url] online doctor prescription for viagra
buy prednisone 5mg online – buy orlistat 120mg for sale amoxil 500mg brand
albuterol price ventolin albuterol inhaler where can i buy ventolin inhalers albuterol inhaler how to use
drug cialis [url=https://australiaviagra.today/#]viagra walmart [/url] viagra for sale in melbourne how to tell if a man is taking viagra
liquid cialis – sildenafil 200mg buy viagra 100mg
https://drwithoutdoctorprescription.online/# comfortis without vet prescription
ed meds online without doctor prescription non prescription erection pills
[url=https://drwithoutdoctorprescription.site/#]prescription meds without the prescriptions[/url] buy prescription drugs from canada
ed prescription drugs best canadian pharmacy online
levothyroxine over the counter – order synthroid 75mcg sale buy generic hydroxychloroquine