কফি উপভোগ কর কাপ নয়

(অনূদিত)

 

একদল প্রাক্তন শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে দেখতে তার বাসায় গেল। কথোপকথন শীঘ্রই জীবনের বিভিন্ন আশান্তি সম্পর্কে আলোচনা থেকে অভিযোগে পরিণত হোল।

শিক্ষার্থীদের কফি খাওয়াবে বলে অধ্যাপক রান্নাঘরে গেলেন এবং ট্রেতে করে ভিন্ন ভিন্ন ধরনের কাপে কফি ভরে ফিরে এলেন: কাপগুলো ছিল চীনামাটি, গ্লাস ও ক্রিস্টাল দিয়ে তৈরি, কাপগুলোর কিছু সাধারন মানের আর কিছু ব্যয়বহুল। শিক্ষার্থীরা সবাই নিজের নিজের কাপ হাতে তুলে নেয়ার পর অধ্যাপক বললেন:

  • যদি খেয়াল কর, তোমরা সমস্ত ব্যয়বহুল কাপগুলি প্রথমে তুলে নিয়েছো সাধারণগুলো রেখে। সবার পক্ষে কেবল সেরাটি চাওয়াটাই  স্বাভাবিক। তবে এটিই আশান্তির উত্স।

  • তোমরা যা চেয়েছিলেন তা হ’ল কফি, কাপ নয়, তবুও তোমরা দামী কাপগুলোই প্রথমে তুলে নিলে এবং আরো মজার ব্যাপার হল তোমরা একে অপরের কাপের দিকে তাকাচ্ছিলে, যাচাই ও তুলনা করার জন্য।

  • এখন ভাব, জীবন যদি কফি হয়, তবে চাকরি, অর্থ, সমাজে স্ট্যাটাস ইত্যাদি হল ওই কাপগুলি। জীবন ধারনের জন্য এগুলি কেবলমাত্র সরঞ্জাম।

  • কখনোই কাপগুলি যেন তোমাদেরকে চালিত না করে। কফি উপভোগ কর , কাপ নয়!

Category: Bangla, Moral Stories

Comment List

Your email address will not be published.