জামার বুক পকেটে জীবন
শীতটা বেশ জাঁকিয়ে বসেছে। গ্যারেজ খুলে গাড়ীটা ষ্টার্ট দিয়ে ইঞ্জিনটা একটু গরম হওয়ার
অপেক্ষা করছি। পকেটে রাখা মোবাইল ফোনটা বেজে উঠলো। পিএ রিং করেছে।
একটু অবাক হলাম। কারন ছুটির দিন এত সকালে রিং করা একটা স্বাভাবিক ব্যাপার নয়।
আশঙ্কিত হলাম বলা যায়।
ও জানালো- গত রাতে হাসপাতাল থেকে রিং করার প্রেক্ষিতে ইসিজি রিপোর্টটা ও
জরুরী ভাবে নিয়ে এসেছে। পিএ আরো বললো যে রিপোর্টটা দেয়ার সময় ওখানকার মেডিক্যাল
এ্যসিসট্যাণ্ট জানিয়েছে, সার আপনি যেন জরুরী ভাবে রিপোর্টটা নিয়ে ডাক্তারের সাথে আলোচনা করেন।
ঘটনার আকস্মিকতাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলাম। আমি অফিসে আসছি বলে জানালাম
ওকে। লম্বা ছুটির প্রথম দিন, রাস্তাটা ফাঁকা। কারটা চালিয়েই প্রায় দশ মিনিটেই অফিসে
পৌছালাম। পিএ অফিসের সামনেই দাড়িয়ে ছিল, ওর কাছ থেকে ইসিজি রিপোর্টটা হাতে নিয়ে অফিসে ঢুকলাম।
আমি যে চাকুরীটা করি তার ধরণ এরকম যে সময়ে অসময়ে এমারজেন্সি এসে যায়। সময়
অসময় বলতে আমি নিজের প্রয়োজনের সময়ের অসময়ের কথা বলছি। অতএব, শত
প্রয়োজন থাকলেও যে কোন এমারজেন্সিতে ছুটি পাওয়া যাবে না। এধরণের পরিস্থিতির জন্য
সব সময় মানসিক ভাবে প্রস্তুত থাকতে হয়।
জাতীয় ছুটির সময় যেমন ঈদ, পূজা, বড়দিন ইত্যাদি, এ ধরনের সময়ে যখন পুরো দেশের
মানুষ ছুটিতে নিজ নিজ বাড়ীতে যাওয়ার আনন্দে মাতোয়ারা তখনি দেশের নিরাপত্তার দিক
বিবেচনাায় এ্যমারজেন্সি হওয়ার সম্ভাবনা থাকে। তায় এ ধরণের বিশেষ বিশেষ সময়ে
স্বাভাবিক কারণেই আমাদের ছুটি পাওয়ার সম্ভাবনা কম থাকে।
আমার পরিবারের সদস্যরাও সবাই দিনে দিনে ওভাবেই মানষিক প্রস্তুতি নিতে অভ্যস্ত হয়ে
উঠেছে।
সেবার অনেকটা ভাগ্যের জোরে ছুটিটা মিললো। ছুটিতে কি আনন্দ হবে সেটা পরের কথা। ছুটি হয়েছে, ঈদের ছুটি এই আনন্দেই আমার দুই ছেলে মেয়ে, স্ত্রী আর কাজের ছেলেটা আনন্দে বিভোর।
প্রতি বছরই ছুটিতে বাড়ী যায়। কিন্তু ঈদের ছুটি অনেক বছরের মধ্যে এই প্রথম।
সব আয়োজন সম্পন্ন। পরদিন রওয়ানা হবো। যাবো নিজেদের গাড়ীতে করে। আমি
আর আমার স্ত্রী সামনে আর পিছনে ছেলে মেয়ে আর কাজের ছেলেটা বসবে। ঈদের একদিন
আগে রওয়ানা হবো। ঘরে ফেরা মানুষের ভীড়ে রাস্তা ব্যস্ত থাকবে। তারপর ফেরিতেতো
দেরী হবেই।
কিন্তু সব কিছুর জন্যই প্রস্তুত আমরা। আমার স্ত্রী দীর্ঘ পথের কথা চিন্তা করে গাড়ীতে অনেক
ধরনের খাওয়া দাওয়া নেয়ার ব্যবস্থা করছে। ছেলে মেয়েরা ওদের পছন্দ মত গানের ক্যাসেট
নিচ্ছে। কাজের ছেলেটা একটু ঘুমিয়ে নেয়ার জন্য ওর বালিশটা ভিতরে নেবে বলে
জানিয়েছে। ছেলেমেয়েরা প্রথমে রাজি না হলেও ও নাক ডাকতে পারবে না এই আশ্বাসে মত
দিয়েছে।
মোটামুটি সব প্রস্তুতি সম্পন্ন। গন্তব্যের আনন্দের সাথে ভ্রমনের আনন্দ যুক্ত হয়ে পুরো পরিবার
খুশীতে ডগমগ করছে।
বলতে গেলে আমার যাওয়ার ব্যাপারেও তেমন কোন অনিশ্চয়তা নেই। যদি না এ দুদিনের
মধ্যে কিছু ঘটে যায়। কিন্তু সর্ববিবেচনায় সে সম্ভাবনাও ক্ষীন।
বাৎসরিক পারফরমেন্স রিপোর্টের জন্য প্রতি বছরই নিয়মমফিক কিছু মেডিক্যাল চেক আপ
দরকার হয়। এটা চাকরীর একটা নিয়ম। রিপোর্ট লেখার সময়ও হয়ে এসেছে। কাজের চাপে
মেডিক্যাল চেক আপের জন্য যাব যাব করে হাসপাতালে যাওয়া হয়ে ওঠেনি। ভাবলাম ছুটি
থেকে এসেই যাব হাসপাতালে। অসুবিধা নেই কারণ এখনো কিছুটা সময় আছে।
ছুটিতে যাওয়ার আগে অজানা এক অলসতার ভূত ঘাড়ে ভর করাতে হাতের বেশ কিছু কাজ এসে
করবো ভেবে পেন্ডিং রেখেছি। তায় হাতে কাজও একটু কম। ভাবলাম আজ একটু
আগেই অফিস থেকে বাসায় ফিরবো। কিছু কেনাকাটা বাকি আছে ফেরার পথে সেগুলো
সারবো।
পিএ’কে ডেকে জরুরী কিছু আছে কিনা জিজ্ঞেস করতে ও কিছু নেই বলে জানালো। তবে
পারলে বাৎসরিক পারফর্মেন্স রিপোর্টের জন্য হাসপাতালে বিভিন্ন টেষ্টগুলো করাতে দিয়ে
গেলে পিএ এ কদিনে রিপোর্টগুলো সংগ্রহ করে রাখতে পারবে বলে বললো ও।
ভাবলাম প্রস্তাবটা মন্দ না। আর বাসায় ফেরার পথেই হাসপাতাল, ছুটির আগে ভিড় কম
থাকবে তাই বেশী সময়ও লাগবে না।
গেলাম হাসপাতালে। ব্লাড, ইউরিন ইত্যাদি দিতে খুব একটা সময় লাগলো না, সময় একটু
লাগলো ইসিজি করাতে। আমার মত যাদের বয়স চল্লিশের কোটা ছাড়িয়েছে তাদের জন্য এই
অতিরিক্ত চেক-আপ। যাহোক ঘণ্টা খানেকের মধ্যে সব সেরে বাসায় ফিরলাম। পরামর্শের
জন্য মনে মনে পিএ’র তারিফ করলাম।
প্রস্তুতির অবশিষ্ট টুকুও সম্পন্ন হলো। পরদিন ঘুম থেকে উঠে আস্তে ধীরে রওয়ানা হওয়ার
মনস্ত করেছি। ছেলে মেয়ে আর স্ত্রীর পীড়াপীড়িতে খাবার জিনিস আর টুকটাক হ্যান্ড ব্যাগ
বাদে রাতেই সবকিছুই গাড়ীতে লোড করা হলো।
কত আলোচনা আর হাসাহাসি করে বেশ অনেক রাত পর্যন্ত ছেলেমেয়েরা জেগে তারপর ঘুমাতে গেল।
বেশ সকালেই ঘুম ভাঙলো আমার। আমার স্ত্রী কাজের ছেলেটাকে সাথে নিয়ে রান্না ঘরে।
আমি একেবারে প্রস্তুত হয়েই বের হলাম গ্যারেজ থেকে গাড়ীটা বাসার সামনে আনার জন্য। ভাবলাম
ছেলেমেয়ে দুটো ঘুমোচ্ছে ঘুমোক। গাড়ীটা বের করে বাকি সব লোড করে তারপর ওদেরকে ডাকবো।
ইসিজি রিপোর্টটা পিএ’র কাছ থেকে নিয়ে দেখলাম। ম্যাসিনের অংকিত আকা বাকা দাগের
কয়েকটা লাইন। তার সাথে ষ্টাপেল করা ডাক্তারের সাইন যুক্ত ছোট্ট একটা রিপোর্ট। বেশী
কিছু বুঝলাম না তবে এতটুকু বুঝলাম যে এই ছোট্ট কাগজের টুকরোটা আমাদের ঈদের ছুটির
উপর মরন আঘাত হানতে পারে।
সুখ স্বপ্নে বিভোর ছেলেমেয়ে দুটোর ঘুমের কোলে লুটিয়ে থাকা মুখ দুটো চোখের সামনে ভেষে
উঠলো।
দারুন অসহায় বোধ হলো। মনে হলো পা দুটো অবস হয়ে যাচ্ছে। আমার নিজের কোন অসুস্ততার চিন্তায় নয়। দুটি নিষ্পাপ প্রাণ সহ আমার স্ত্রী আর কাজের ছেলেটার আশাভঙ্গের আশংকায়।
অফিসের মধ্যে কেউ নেই। একবার ভাবলাম কাগজটা ছিড়ে টুকরো টুকরো করে ফেলে দিই।
যাহোক, মনোস্থির করলাম ছুটিতে আমাকে যেতেই হবে।
কেবল মনটাকে বুঝ দেয়ার জন্য আমার অফিসের সাথেই যে মেডিক্যাল চেক আপ রুম
সেখানকার ডাক্তারের সাথে শুধু পরামর্শ করার জন্য রিপোর্টটা পকেটে করে সেখানে গেলাম।
ডাক্তারের সাথে অনানুষ্ঠানিক সম্পর্কের প্রসঙ্গ টেনেই রিপোর্টের প্রসঙ্গ উল্লেখ করার পূর্বে
প্রথমে আমার ছুটির প্রস্তুতিটা বর্ণনা করলাম। আরো জানালাম যে কোন কিছুর বিনিময়ে ছুটি
বাতিল না করার ব্যাপারে আমার অসহায়ত্বের কথা।
নীরবে সব শুনে ডাক্তার আমার রিপোর্টটা দেখাতে বললো।
রিপোর্টটা পরীক্ষা করে ডাক্তার আমার দিকে তাকালো। ওর চোখেই ওর ডাক্তারী অসহায়ত্বটা
বুঝতে আমার কষ্ট হলো না।
ওর ডাক্তারী পরামর্শ হলো এটা খুব ছিরিয়াছ বিষয়, তাই তখনই আমাকে হাসপাতালে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করবার
সাথে সাথেই অনেকগুলো পরীক্ষা নীরিক্ষা শুরু হবে। আর যেহেতু ঈদের ছুটি শুরু হয়ে যাচ্ছে
তায় এ কয়দিনের জন্য আমাকে ভর্তি করেও রাখতে পারে। হার্টের ব্যপার বলা যায় না যে
কোন সময় খারাপ কিছু হতে পারে।
ছুটিতে যাওয়ার ব্যাপারে আমার অনমনীয়তা দেখে কনিষ্ঠ বয়সী ডাক্তার একটু ঘাবড়ে মন্তব্য
করলো যে, আমি যদি ছুটিতে যায়ই আর তেমন কিছু যদি ঘটেই যায় তখন যেন কোন রকমে
ওকে দোষারোপ না করি।
এ ব্যাপারে আমি ডাক্তারকে অভয় দিয়ে নিশ্চিন্ত থাকতে বললাম।
নিশ্চিন্ত হয়ে ডাক্তার আমাকে কিছু এমারজেন্সি ট্যাবলেট দিয়ে পরামর্শ দিল- রাস্তায় যদি বুকে
কোন ব্যথা অনুভূত হয় তবে ট্যাবলেটটা সঙ্গে সঙ্গেই খাওয়ার কথা বললো। আর রিপোর্টটা জামার বুক পকেটে রাখতে বললো যাতে করে রাস্তায় কোন ক্লিনিকে যদি যেতেই হয় তাহলে ডাক্তারকে প্রথমেই রিপোর্টটা দেখাতে হবে। রিপোর্টের অবস্থানের ব্যাপারটা আমার স্ত্রীকে জানিয়ে রাখারও পরামর্শ দিল।
অবশেষে ডাক্তার যখন আমি নিজে গাড়ী চালাবো বলে শুনলো তখন একদম বেকে বসলো।
ও কিছুতেই আমাকে গাড়ী চালিয়ে যেতে দিবে না। একজন ড্রাইভার নিতে বললো। ঈদের ছুটি এসময় ড্রাইভার কোথায় পাব। তারপর খোজ করার জন্যওতো সময় দরকার। সর্বপরী ড্রাইভার নিলে মালপত্র নিয়ে গাড়ীতে জায়গা হবে না। আরো ভাবলাম নিজেদের মত করে
যাব এই শেষ মূহুর্তে ড্রাইভার নেয়া প্রসঙ্গটা সবাইকেই বিরক্ত করবে আর বিষয়টা অযথা
আমার স্ত্রীর মনে সন্দেহর উদ্রেগ করতে পারে।
ডাক্তারকে কিছুই বললাম না। অন্য কাউকেও কিছু না বলারও মনোস্ত করলাম। মৃদু হেসে
বিদায় নিলাম। যাওয়ার সময় ডাক্তার বললো কোথাও অসুবিধা হলে ওকে রিং করতে।
রিপোর্টটা বুক পকেটে নিয়ে রওয়ানা হলাম।
গাড়ীতে সবাই গল্পে গানে মজা করছে। আমার মনে হলো জীবনটা বুক পকেটে নিয়ে গাড়ী
চালাচ্ছি।
আমার পাশের গ্লাসটা আধা নামিয়ে দিলাম, শীতল বাতাস চোখ মুখ কপাল বুলিয়ে দিতে
লাগলো। আহ কি প্রশান্তি কি চমৎকার সবকিছুই! সামনে আশেপাশে মানুষ প্রাণী প্রকৃতি যা
দেখছি সব কিছুই আমার প্রাণ ভরিয়ে দিচ্ছে। সবকিছুকে এত ভাল এত সুন্দর এর আগে
কখনো লাগেনি।
মাঝে মাঝে কেবল বাম বুকে হাত রেখে বুক পকেটে রাখা জীবনটা উপলব্ধি করে নিচ্ছি।
দীর্ঘক্ষন গাড়ী চালানোর একঘেয়েমি ভাঙ্গার জন্য রাস্তায় যেখানেই দাড়ালাম আমার
ছেলেমেয়ে স্ত্রী কাজের ছেলেটা সবাইকেই অনেক গভীর ভাবে দেখলাম। এতদিন ধরে
অনেক কিছুই আমার কাছে তুচ্ছ নগন্য মনে হয়েছে কিন্তু এখন তার সবকিছুকেই বিধাতার
একটা একটা অভূতপূর্ব সৃষ্টি মনে হচ্ছে। মনে হতে লাগলো প্রতিটি মানুষ, প্রাণী, লতা পাতা
সব কিছুরই একটা বিশেষত্ব আছে। সৃষ্টির সব কিছুই স্রষ্টার অতি প্রিয়। কোন কিছুই নগন্য
নয়, বিধাতার কোন সৃষ্টিই অযথা নয়।
ফেরীতে আমার স্ত্রী সবাইকে নিয়ে উপরের ক্যাবিনে চলে গেল। গাড়ীর কাছে থাকতে হবে
জানিয়ে আমি ওদের সাথে গেলাম না।
রেলিং ধরে নদীর দিকে তাকিয়ে দাড়িয়ে আছি। রোদ বেশ চড়া, নোংরা মাছি এসে গায়ে
হাতে বসছে। আজ যেন আমার কোন কিছুতেই বিতৃষ্ণা নেই।
একটা নোংরা গায়ে গন্ধ বৃদ্ধ ফকির এসে হাত পাতলো। ওর সারা শরীরটাতে ঘা আর চুলকানিতে ভরা। অন্য সময় হলে গাটা ঘিন ঘিন করতো, হয়তো তাড়া দিয়ে দূরে যেতে
বলতাম, নয়তো ওর থেকে পরিত্রান পাওয়ার জন্য দশ টাকার একটা নোট নিরাপদ দুরত্ত
থেকে ওর হাতের উপর ফেলে দিয়ে নিস্তার পেতাম। কিন্তু এই মুহুর্তে ওর কাছ থেকে
নিস্তার পাওয়ার কোন চিন্তায় মনে আসলো না। আমি আদর করে ওর ঘাড়ে একটা হাত রেখে
বললাম দাড়াও।
দারীদ্রতা ওর শরীরের বয়সটাকে আসল বয়সের থেকে অনেক বাড়িয়ে দিয়েছে। তবে ও
পঁঞ্চাশের কোটা পার করে ফেলেছে নিশ্চিত ভাবেই।
অনেক দিন ধরেই বেচে আছে লোকটা, এ ভাবেই হয়তো আরো অনেকদিন কাটিয়ে দেবে।
কথাটা ভাবতেই বুক খালি করে একটা দীর্ষশ্বাস বেরিয়ে আসলো।
বৃদ্ধ একটু হতবিহবল হয়ে আমার চোখের দিকে তাকালো।
ফেরীর ভাড়া মিটিয়ে হাজার টাকা নোটের অবশিষ্টাংশ তাড়াতাড়ি করে বুক পকেটে
রেখেছিলাম। বুক পকেট থেকে পুরো টাকাটা বের করে না গুনেই ওর হাতে গুজে দিলাম।
আমরা একে অপরের চোখের দিকে তাকিয়ে। কি দিচ্ছি আর ও কি নিচ্ছে তার দিকে কারো
খেয়াল নেই।
ও আও আও শব্দ করে কি যেন বলতে চায়লো। বুঝলাম বোবা। তারপর আকাশের দিকে
নজর করে আও আও করতে করতে মানুষ আর গাড়ীর ভীড়ে মিলিয়ে গেল।
বাড়ী পৌছে পরদিন উৎসব আনন্দ শেষ করে মনে হলো ছুটির মধ্যে কোন বিশেষজ্ঞকে দিয়ে
বুকটা পরীক্ষা করিয়ে নিব। কিন্তু রিপোর্টের কাগজটা বুক পকেটে খুজে পেলাম না।
বুঝলাম টাকার সাথে ও রিপোর্টটাও নিয়ে গেছে।
যাব যাব করে ডাক্তারের কাছে আর যাওয়া হলনা। ছুটি থেকে ফিরে নতুন করে ইসিজি
করালাম, সব ঠিকঠাক রিপোর্ট আসলো।
আজ পর্যন্ত আমার বুক নিয়ে নতুন কোন ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়নি।
তবে জীবনটা বুক পকেট থেকে আর নামায়নি!
Category: Bangla, Short Story
I had a long career in Army. I was trained to follow orders, instructions and set rules, taking those as axiomatic. That strayed me a bit from free thinking as happens with all technology users. Basically I am a free thinker always and now in search of some basic truth in my own way. ([email protected]).
escitalopram sleep apnea https://lexaproescitalopramikd.com/ para quГ© sirve la escitalopram
furosemide 20 mg https://furosemide.beauty
[url=https://viagrageneric.cyou]order sildenafil online cheap[/url]
buy baricitinib 4mg generic – amlodipine pill buy lisinopril 2.5mg sale
https://pharmacyizi.com/# buy prescription drugs online without
https://pharmacyizi.com/# real viagra without a doctor prescription
ivermectin vs permethrin [url=https://ivermectin.beauty/#]ivermectin price [/url] ivermectin pill for head lice how to use ivermectin for intestinal parasites in dogs
https://pharmacyizi.com/# male enhancement pills
plaquenil pill – cialis 5mg generic cheap cenforce
baricitinib head to head humira olumiant 4 mg price in india olumiant cost baricitinib fact sheet for patients
diflucan yeast infections [url=https://diflucan.site/#]buy diflucan online [/url] can i take diflucan with antibiotics what is another word for diflucan
order gabapentin 100mg online cheap – stromectol online buy stromectol for humans
https://propecia.beauty buy propecia from canada
https://stromectoltrust.com/# stromectol
https://stromectoltrust.com/# stromectol 3 mg tablets price
stromectol 12 mg tablets stromectol 3 mg tablets price
furosemide 80 mg side effects https://furosemide.sbs
seroquel schedule seroquel xr 400 does seroquel come in liquid form when is generic seroquel available
[url=https://buyviagra.cyou]order viagra pills[/url]
prednisone cheap – isotretinoin 20mg usa order prednisolone 5mg for sale
klonopin and paxil [url=http://paxil.directory/#]paxil online no prescription [/url] paxil class action lawsuit 2017 how to tske paxil as one or two doses
https://edpills.best/# erection pills
[url=https://lyrica.press/]order lyrica 150 mg for sale[/url]
best place to buy ed pills online – tadalafil ohne rezept viagra generika rezeptfrei kaufen
cheap pills online ed pills that work quickly
orlistat price australia [url=http://xenical.icu/#]where to buy xenical in singapore [/url] vacuna para la obesidad orlistat how much weight can you lose on orlistat
https://drugsonline.store/# buy erection pills
buy sildenafil 100mg generic – fildena drug viagra us
[url=https://lyrica.quest/]buy pregabalin pills[/url]
fast ed meds online best ed treatment pills
https://stromectol.life/# generic ivermectin
https://clomidonline.icu/# clomid 100mg for sale
buy metronidazole 400mg without prescription – augmentin 1000mg for sale buy cephalexin 500mg pills
20 mg prednisone prednisone cost us how much does prednisone raise blood sugar how long does it take for prednisone to work
[url=https://lyrica.top/]lyrica 150 mg usa[/url]
[url=https://clomidonline.icu/#]cheap clomid[/url] clomid 100mg for sale
lindeza orlistat dosis [url=http://xenical.icu/#]xenical 2017 [/url] orlistat de venta en costco mГ©xico what does xenical and cholesterol
https://invokana.beauty invokana mechanism of action
clomid online india clomid coupon
propecia cost of 1mg propecia
finasteride 1mg canada – buy propecia generic purchase cipro pills
https://stromectol.life/# stromectol
https://furosemide.directory lasix 40 mg
sildenafil prescriptions over internet https://sildenafiluis.com
cost zofran 4mg – ondansetron 4mg ca order valacyclovir 1000mg online cheap
diflucan online cheap without a prescription diflucan over the counter uk
https://erectionpills.best/# cheapest ed pills
where can i buy cipro online ciprofloxacin generic price
[url=https://lisinopril.press/]prinivil lisinopril[/url]
https://erectionpills.best/# mens ed pills
diflucan ointment where can i buy diflucan diflucan ringworm contagious how long where to get diflucan
diflucan yeast infections [url=http://diflucan.site/#]buy diflucan prescription med [/url] where to buy fluconazole diflucan why dizzy diflucan
cipro pharmacy cipro 500mg best prices
https://withoutprescription.store/# prescription drugs without doctor approval
[url=https://gabapentin.icu/#]order neurontin[/url] gabapentin
https://withoutprescription.store/# meds online without doctor prescription
kamagra australia paypal cialis precio how to get cialis cheap why is cialis so expensive in australia
buy cipro online canada cipro ciprofloxacin
https://gabapentin.icu/# how much is neurontin pills
cialis overnight delivery – buy mobic 7.5mg generic order flomax 0.4mg pill
rogaine and propecia [url=https://propecia.world/#]buy propecia tablets [/url] propecia and lack of semen what to expect after quitting propecia back to normal
canagliflozin prescribing information https://invokana.bond/ coupon for invokana with insurance
https://cipro.best/# buy cipro online canada
lasix pills 20 mg https://furosemide.sbs
antibiotics cipro cipro 500mg best prices
levofloxacin 500mg drug – levofloxacin 500mg sale cialis 20
how propecia works how to get propecia uk propecia side effects young men what is the generic for propecia
https://cipro.best/# cipro 500mg best prices
https://diflucan.icu/# over the counter diflucan cream
how to get neurontin gabapentin 100mg
[url=https://gabapentin.press/]gabapentin 100 mg tablet[/url]
sildenafil citrate http://sildenafiluis.com/ sildenafil citrate
neurontin 30 mg neurontin 100 mg tablets
https://erectionpills.best/# erectile dysfunction medications
[url=https://gabapentin.icu/#]neurontin 800 mg pill[/url] neurontin discount
order losartan 50mg online cheap – phenergan cheap promethazine pill
https://erectionpills.best/# how to cure ed
propecia crackhead propecia generic best price why propecia works better than generic finasteride how to get propecia prescription online
lasix 500 mg tablet price http://furosemide.beauty 20 mg furosemide pill
order plavix 150mg sale – plavix 150mg cheap order reglan 20mg online cheap
metformin 850 mg cost can i buy metformin over the counter in australia
https://buylasix.icu/# lasix
order flexeril sale – flexeril 15mg canada buy inderal 10mg sale
viagra soft obtenir du viagra acheter viagra en france livraison rapide ou acheter generique viagra
kamagra gГ©nГ©rique prix [url=http://kamagrafr.online/#]faut il une ordonnance pour du kamagra [/url] prix du kamagra 100 en pharmacie homme qui prend du kamagra video
[url=https://buylipitor.store/#]price of lipitor in india[/url] lipitor 40 mg price comparison
accutane online buy – buy accutane generic buy generic tetracycline
metformin 500 mg online metformin
https://buynolvadex.store/# tamoxifen postmenopausal
[url=https://buymetformin.best/#]metformin.com[/url] metformin where to get
comment prendre kamagra [url=http://kamagraaustralia.quest/#]kamagra 100 chewable tablet [/url] kamagra tablete u apoteci u beogradu where can i buy kamagra gel
whats better viagra or levitra levitra 30 day free trial cost of levitra at costco brand levitra for sale
https://prednisoneforsale.store/# buy prednisone online fast shipping
[url=https://clomidforsale.life/#]cheap clomid canada[/url] buy clomid on line
provigil 200mg brand – blue pill for ed oral rhinocort
how to get clomid clomid tablet buy online india
https://zithromaxforsale.shop/# zithromax for sale us
[url=https://amoxilforsale.best/#]how to get amoxicillin[/url] buy amoxicillin without prescription
[url=https://prednisoneforsale.store/#]order prednisone from canada[/url] cost of prednisone 40 mg
where to buy viagra online viagra shop
usa pharmacy viagra – purchase cialis pill cheapest cialis online
chew zanaflex [url=https://zanaflex.xyz/#]tizanidine canadian pharmacy no prescription [/url] dissolving zanaflex under your tongue what does zanaflex ,zyprexa and teg
best india pharmacy http://medsmir.com/ top over the counter medications
viagra cost mexican viagra
diltiazem breastfeeding cartia xt generic can you take diltiazem and metoprolol together what is the difference between diltiazem cr
buy cenforce 50mg online cheap – buy crestor 20mg for sale order motilium generic
viagra from india viagra
buy generic lasix 40mg – doxycycline 200mg generic order doxycycline 100mg pills
where to buy viagra online where can i buy viagra over the counter
best place to buy generic viagra online sildenafil 20 mg
https://sildenafilmg.online/# where can i buy viagra over the counter
[url=https://sildenafilmg.com/#]viagra for men[/url] viagra price
cialis pill cialis off patent australia effect of viagra on blood pressure how do you take viagra
purchase diltiazem sale – buy prednisolone 5mg pills neurontin 600mg without prescription
viagra online usa viagra without a doctor prescription
using viagra [url=https://australiacialis.quest/#]how to get a cialis prescription online [/url] best place to buy kamagra online does viagra work when your drunk
prednisone price – buy prendesone without a prescription amoxil 500mg price
brand tadalafil 5mg – sildenafil dosage sildenafil mail order usa
cheapest viagra canada online viagra australia can you buy real viagra online what are cialis tablets
neurontin od [url=https://neurontin.site/#]gabapentin buy usa [/url] does neurontin increase blood pressure gabapentin what is it used for
[url=https://drwithoutdoctorprescription.site/#]discount prescription drugs[/url] prescription drugs without doctor approval
the canadian drugstore canadian drugs
buy prescription drugs from india without doctor prescription