দায়িত্ববোধ
-স্যার এর নাম শহিদ, এখানে বোর্ড অফিসে মালির কাজ করে, থাকে পিছনে
আপনার সার্ভেন্ট কোয়াটারে।
আমরা ঢুকতেই হন্তদন্ত হয়ে মাঝ বয়সি রোগা চেহারার একজন লোক ছুটে
আসলো। ওর পরনে প্যাণ্ট আর গায়ে ছেড়া গেঞ্জি। প্যান্টটা হাটু অব্দি ভাজ করা,
হাতে পায়ে মাটি লেগে আছে আর কপাল বেয়ে ঘাম পড়ছে। মনে হলো কোন কাজ
করছিলো। গেট খোলার শব্দে টের পেয়ে ছুটে এসেছে।
সালাম দিয়ে হাতটা কাচুমুচু করে দাড়ালো।
পরিচয় করিয়ে দিয়ে আমার পিএ কথাগুলো বললো।
শহিদের অকারণে অতি আনুগত্য দেখানো আমাকে একটু অবাক আর বিব্রত
করলো।
বদলী হয়ে নতুন ষ্টেশানে যোগদান করেছি ক’দিন হলো। তখনো আমার স্ত্রী আর
সন্তানদের নিয়ে আসিনি, তাই বাসায় না উঠে গেষ্ট রুমে থাকি। বাচ্চাদের পরীক্ষা
শেষ হলেই আসবে ওরা। আগের বাসায় শুধু প্রয়োজনীয় কিছু মালপত্র রেখে বাকি
সব নিয়ে এসে এখানে আমার নতুন সরকারী বাসায় উঠিয়ে তালা মেরে রেখেছে
আমার পিএ।
টেলিফোনে স্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে সাপ্তাহিক ছুটির দিন সকালে পিএ’কে সাথে
নিয়ে বাসাটা দেখতে গেলাম।
পাঁচিল ঘেরা বাড়ীটা। গেটের চাবি পিএ’র কাছে থাকে। গেটটা খুলে ভিতরে প্রবেশ
করলাম। সামনে বেশ প্রশস্ত লন, ঘাসগুলো পরিপাটি করে ছাটা। ভালো লাগলো
প্রথম দৃষ্টিতেই।
-কি করছিলে। জিজ্ঞেস করলাম আমি ওকে।
-আপনার সবজির বাগানটা কুপিয়ে পানি দিচ্ছিলাম স্যার।
আমি একটু উৎসুক হয়ে উঠলাম। বাসায়ই এখনো উঠলামই না আর ও আমার
সবজির বাগান ঠিক করছে।
ওকে অনুসরন করে বাগান দেখার জন্য গেলাম।
বাসার পিছন দিকটাতে এতখানি জায়গা সামনে থেকে বোঝা যায় না। পুরো
জায়গাটায় কোপানো। ছোট ছোট করে বেশ কয়েকটা প্লট তৈরী করা, তার
কোনটাতে লাল শাকের আগা আবার কোনটাতে গাজরের সবুজ কচি পাতা ইত্যাদি
উঁকি দিচ্ছে।
ও আমাকে সোৎসাহে প্লট গুলো দেখিয়ে কোনটাতে কি লাগিয়েছে তা বর্ণনা করতে
লাগলো।
ভারী ভালো লাগলো সবজির বাগানটা দেখে। বুঝলাম বেশ কিছুদিন ধরেই এর
পিছনে খাটাখাটি করছে শহিদ।
পিছনের বাউন্ডারী ওয়ালের সাথে যাতায়াতের ছোট্ট একটা পকেট গেট। বাউন্ডারীর
বাইরে টিনের ছাপড়া দেয়া একটা ঘর, ওভার হেড ওয়াটার ট্যাঙ্কের একদম গা
ঘেঁসে দাড়িয়ে। ট্যাঙ্কটা উপচে পানি পড়ছে অবিরাম।
জিজ্ঞেস করলাম ওটা কি।
-আপনার সার্ভেন্ট কোয়াটার স্যার ওখানেই আমি থাকি।
ওটা দেখার জন্য গেলাম। জায়গাটা পাহাড়ী, সার্ভেন্ট কোয়াটারের পরেই একটা
পাহাড়ী ঝরনা আর তার ওপারেই জংলী পাহাড়।
ওয়াটার ট্যাঙ্ক উপচে অবিরাম পানি পড়ায় পুরো জায়গাটাই স্যঁতস্যেঁতে। ঘরের আশপাশ বড় বড় ঘাস আর লতা পাতায় ভরা। সামনের জায়গা টুকুতে লাউ সিম
ইত্যাদির মাচা। অনেকগুলো কচি কচি লাউ ঝুলছে।
ভারি ভালো লাগলো দেখতে।
মাচার কাছাকাছি লাল শাক আর গাজরের প্লটও নজরে পড়লো। তবে এগুলো
ভিতরের প্লটের মত অত যত্ন করে তৈরী না।
হটাৎ করেই আমাদের পাশ থেকে গায়ে মাথায় শাড়ীর আচল টানতে টানতে ছোট
একটা বাচ্চা কোলে একজন মহিলা হন্তদন্ত হয়ে ওর ঘরের ভিতর প্রবেশ করলো।
খুব নিকটেই ঘাস লতার আড়ালে বাচ্চা কোলে বসে ছিল একদম দেখা যায়নি।
শহিদ জানালো ওটা ওর স্ত্রী, চারটে ছেলে মেয়ে ওদের। ওর বড় ছেলেটা এক
মাস পরেই ম্যাট্রিক পরীক্ষা দেবে, তার ছোট পর পর দুটো মেয়ে, বোর্ড সরকারি স্কুলে পড়ে সবাই। সব শেষে ঐ কোলের একটা ছেলে।
শোয়ার একটা ঘর আর ওটার দেয়ালের সাথে টিনের চালা করে রান্না ঘর।
চারিদিকটা খোলা। একটু দূরে ভগ্নপ্রায় একটা পায়খানা।
বোঝা যায় শোয়ার ঘরটার উপর এক সময় ছাদ ছিল। এখন শুধু দেয়ালগুলোই
দাড়িয়ে আছে এবং তার উপর টিনের ছাপড়া দিয়ে ঘরটাতে ওরা বসবাস করে।
শহীদ আর ওর পরিবার প্রায় বিশ বছর ধরে এই ঘরটাতে বসবাস করছে।
অর্থাৎ ওর সবগুলো সন্তানই এই ঘরেই জন্মগ্রহন করেছে। অনেক স্মৃতি বিজড়িত
ঘরের প্রতিটি কোনা ওদের কাছে।
-এ পর্যন্ত সব স্যারেরাই দয়া করে থাকতে দিয়েছে আমাদের। একটু হেসে পান
খেয়ে কালো হয়ে যাওয়া দাতগুলো বের করে শহিদ বললো।
অর্থাৎ শহিদ আর ওর পরিবার বিভিন্ন অফিসারদের মর্জির উপর নির্ভর করেই
বিশটা বছর কাটিয়েছে ঐ ভগ্নপ্রায় ঘরটাতে।
এতোক্ষনে বুঝলাম শহিদ আমাকে খুশী করার জন্য এত উদগ্রীব কেন।
-বাড়ীর ভিতরের সবজির বাগানটাতো খুবই সুন্দর তা তোমারটা ওরকম সুন্দর হয়
না কেন।
আমার কথায় ও খুশীতে গদ গদ হয়ে কি যে করবে ভেবে পাচ্ছিলো না।
-ট্যাঙ্কের পানি উপচে পড়ে সব স্যাঁত স্যেঁতে হয়ে গেছে, রোগ শোক হবেতো।
-ও কিছু না স্যার, জায়গাটা ভিজে থাকাতে বরং গরমের দিনে বেশ ঠান্ডা থাকে আর
শাক সবজিগুলোও ভালো হয়।
নিজেকে একটু সহজ করলো শহিদ।
-আগের স্যার চলে যাওয়ার পর থেকেই বাবলু মানে আমার বড় ছেলেটা প্রতিদিন
জিজ্ঞেস করে। বাবা তুমি কি নতুন স্যারের সাথে কথা বলেছো। আমাদের থাকার
ব্যাপারে কোন সমস্যা নেইতো। তায়তো স্যার আপনার সাথে দেখা করার জন্য
কতদিন ধরে অপেক্ষা করছি।
আমি ওর উদ্বেগভরা মুখটার দিকে তাকিয়ে কথা গুলো শুনছিলাম।
-ছেলেটার ম্যাট্রিক পরীক্ষা একমাস পর তায়তো ওর অত চিন্তা। শহীদ ও তার
পরিবার বাস করে একটা পরিত্যক্ত ঘরে, যার উপর আমার কোন অধিকার নেই।
যা আমার না সেব্যাপারে আমার মর্জি না মর্জির কি আছে?
নিজের আজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল। এখানে থাকার ব্যাপারে আমি ওকে পুরাপুরি ভাবে আশ্বস্ত করে রেষ্টহাউজে ফেরত আসলাম।
আমার পরিবার এখানে আসবার সময় প্রায় হয়ে এলো। জিনিস পত্রগুলো যতটা
পারা যায় খুলে একটু গোজগাজ করার জন্য বাসায় গেলাম বেশ কয়েকদিন পর।
শহিদ হন্তদন্ত হয়ে ছুটে এলো। ওর মুখটা ভীষণ মলিন। ছোট ছেলেটা কোলে করে
ওর বউটাও এলো ওর পিছন পিছন। সেদিন ঘোমটা টেনে দেয়ার জন্য মুখটা দেখা
যায়নি। আজ ওর মাথায় ঘোমটা নেই। ভীষণ রোগা ওর বউটা। কোন ক্রমেই সুস্থ
বলা যায় না। খুবই উদভ্রান্ত দেখাচ্ছে ওকে।
ওদের এরকম অবস্থা দেখে বুকের ভেতরটা ছ্যাঁৎ করে উঠলো। ভাবলাম বড়
ধরণের কোন সমস্যা হয়নিতো।
-স্যার আমাদের কি হবে, আমার ছেলেটা পরীক্ষা দেবে কিভাবে। কান্নায় ভেঙ্গে
পড়লো শহিদ।
আমি একদম হতভম্ভ।
ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কর্তৃক ওদের ঘরটা অনেক বছর আগে থেকেই পরিত্যক্ত
ঘোষনা করা হয়েছে। তায় ওটা ভেঙ্গে ফেলার কথা অনেক আগেই। কিন্তু কোন
কারণে ভাঙ্গা হয়নি।
নতুন চিফ বদলী হয়ে এসেছেন কয়েকদিন হলো। মানুষের জীবন নিয়ে কিছুতেই ছিনিমিনি খেলতে দেবেন না তিনি, তায় আদেশ দিয়েছেন অনতিবিলম্বে এ ধরণের সকল পরিত্যক্ত ঘোষিত বাড়ী ভেঙ্গে ফেলার জন্য।
ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লোক এসে ওদেরকে তিন দিন সময় দিয়ে বলে গেছে
ঘর খালি করতে। চতুর্থ দিন বুলডোজার এসে ঘর ভেঙ্গে দিয়ে যাবে।
আমি ওদেরকে অভয় দিয়ে বললাম- এত ভেঙ্গে পড়োনা, একটা না একটা ব্যবস্থা
হবেই। কালকে আমি নিজেই চিফের সাথে কথা বলবো।
ওরা আপাততঃ আশ্বস্ত হয়ে ফিরে গেল।
ওদের জন্য কিছু করতে পারবো বলে মনে হয়না। নতুন চিফের সাথে তেমন পরিচয়
নেই। তবুও কি ভেবে যে আশ্বাস দিলাম তা জানিনা। কিন্তু মনে জোর ছিল।
পরীক্ষার ব্যাপার আর মাত্র তো এক মাসের জন্য। ভাবলাম মনে মনে।
নতুন চিফ জয়েন করেছেন কয়েকদিন হলো। তিনি সব জায়গা ঘুরে ঘুরে দেখে
শুনে দায়িত্ব বুঝে নিচ্ছেন। তায় ভীষণ ব্যস্ত, বলতে গেলে অফিসেই বসেন না গত
কয়েক দিন।
খুবই মেধাবী এবং পরিশ্রমী তিনি। সব কিছুই হাতের মুঠোই নিয়ে প্রশাসন চালাতে
বিশ্বাসী। তিনি অসম্ভব রকমের সৎ, কোন রকম স্বজনপ্রীতি ওর অভিধানে নেই।
প্রতিটি ক্ষেত্রেই নিয়মকানুনের প্রতিটি ধারা মেনে তিনি কাজ করেন।
দুদিন ধরে অপেক্ষা করলাম কিন্তু কোন রকমেই দেখা করার সুযোগ পেলাম না।
ভাবলাম দেখা আমাকে করতেই হবে কারণ আমি যে শহিদ আর ওর বউকে আশ্বাস দিয়েছি।
উপায়ন্তর না দেখে তিন দিনের দিন সকালেই সরাসরি আমি চিফের অফিসে গেলাম অফিস শুরু হওয়ার অনেক আগেই। যে করেই হোক দেখা আমাকে করতেই হবে।
সময়মত তিনি অফিসে আসলেন। ভীষণ ব্যস্ত একটু বাদেই বেরিয়ে যাবেন ভিজিটে।
এত ব্যস্ততার মধ্যেও কিছুটা অনন্যপায় হয়ে আমাকে ভিতরে ডাকলেন তিনি। আমি সংক্ষেপে বিষয়টি তাকে বুঝিয়ে বললাম। বিশেষ করে শহিদের ছেলের পরীক্ষা
পর্যন্ত অপেক্ষা করার জন্য ভীষণ ভাবে অনুরোধ করলাম।
তিনি ওদের প্রতি আমার দরদের বিষয়টি প্রশংসা করলেন। ওদের প্রতি ওর নিজের
দরদ কোন অংশে কম না বলেও তিনি জানালেন।
-আপনি ছেলের পরীক্ষার জন্য বলছেন, কিন্তু ওদের যদি জীবনটাই না বাচে তবে
পরীক্ষা দেবে কি ভাবে সেটা ভেবে দেখেছেন। ঘরগুলো অনেক বছর আগেই
পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে কিন্তু কেউ ভাঙ্গেনি, কি সর্বনাস সেটা যে কোন
সময়ে ওদের মাথার উপর ভেঙ্গে পড়ে মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে। জীবন বড় না
পরীক্ষা?
ইচ্ছে হলো বলি – পনেরো বছর ধরে যিনি ওদেরকে বাচিয়েছেন আশা করা যায়
বাকি কয়েকটা দিনও তিনিই ওদেরকে বাচাবেন।
ভাবলাম বলে কোন লাভ হবে না।
-সব নতুন জুতোর ঐ একই সমস্যা। যত মাপামাপি করেই তা কেনা হোক না কেন
পায়ের সাথে মানানসই হতে একটু সময় নিবেই। তদুপরি জুতোটা নতুন বলে
চকচকে থাকে কিছুদিন। আর চকচকে অর্থই জুতোটা অপরকে দেখানোর মধ্যেই
সার্থকতা।
একদিকে সেটাকে পায়ের সাথে ফিট করানো আর অন্য দিকে আশেপাশের সবার
দৃষ্টি সেদিকে আকর্ষন করানোর জন্য নানা কর্মকান্ড চালাতে হয়। পায়ে একটু আধটু চিমটি কাটলেও নতুন জুতোর গরমে তা খুব একটা টের পাওয়া যায় না।পুরনো জুতোটা তিনি খুলে ফেলে দিয়েছেন, কিন্তু নতুন জুতোটার ব্যাপারে এখনও অনভিজ্ঞ। এমতাবস্থায় তিনি এখনো নিজের মত নন, জুতোর প্রাধান্যই বেশী। এ সময়টাই সকলে জুতোর প্যাকেটে লেখা বিজ্ঞাপন অনুযায়ই কাজ করেন। কেবল মাথা দিয়েই সব কিছু করেন, বই পড়ে পড়ে , হৃদয়টা সামনের সারিতে আসতে সময়তো লাগবেই।
ব্যস্তভাবে চেয়ার থেকে উঠতে উঠতে বললেন- ঘরগুলো ভেঙ্গে ফেলার আদেশটা
অনেক পুরোনো কোন অজুহাতেই আমি এটাকে আর বিলম্ব করাতে চায় না।
আমাকেতো সামগ্রীক ভাবে ব্যাপারটা দেখতে হচ্ছে তায় বিচ্ছিন্ন ভাবে আপনার অনুরোধ রাখতে পারছি না। এটা দায়িত্ব বোধের ব্যাপার। তবে ঠিক আছে আপনার
দিকে তাকিয়ে ঐ বাসাটার জন্য সময় আরো এক সপ্তাহ না হয় বাড়িয়ে দেব। দুঃখ প্রকাশ করে ব্যস্তভাবে তিনি বেরিয়ে গেলেন।
ভাবলাম শহিদ নিশ্চয় আমার উপর ভরসা করে বসে আছে। এক সপ্তাহ সময়
যেহেতু পাওয়া গেছে ওকে বলে আসি যেন একটা ব্যবস্থা করতে পারে।
সময় নষ্ট না করে তাড়াতাড়ি গেলাম ওকে ব্যাপারটা বলতে।
ওর বড় ছেলেটা ঘরের বাইরে দাড়িয়ে। আমাকে দেখে সালাম দিল। কোন অস্বস্তি বা উদ্বেগের বহিঃপ্রকাশ দেখলাম না ওর চোখে মুখে।
জানালো বোর্ড স্কুলের অন্য এক মালির বাসাতে ওরা উঠছে। মালির কোন ছেলে
মেয়ে নেই বউটা একদম একাকী থাকে। মালি কাকার বাসাই উঠলে বরং ওরা খুব
খুশী হবে। ওর বাবা জানিয়েছে যে মালি কাকা নাকি তার বউয়ের অনুরোধেই ওদেরকে ওর ওখানে থাকার জন্য বলেছে।
বাবলু কথাগুলো বলতে বলতে একটা ঠেলা এসে দাড়ালো।
-স্যার আজকেইতো তিন দিন শেষ তায় বাবা মালপত্র সকালেই নিয়ে গেছে। মা
আর বাবা মিলে এতক্ষনে বোধহয় ওগুলো গোজগাজ করে নিয়েছে। যা আছে আমি
ঠেলাই করে নিয়ে যাচ্ছি।
ওরা ঘরের ভিতর ঢুকলো। ও আর ঠেলাওয়ালা মিলে কিছু পোটলা পুটলি আর
পড়ার বই ঠেলায় উঠালো।
-স্যার বাবা আপনার সাথে দেখা করবে। আপনি যা করেছেন আমাদের জন্য। আর
বাবা প্রতিদিন বিকালে এসে আপনার সবজির বাগানে কাজ করে যাবে।
ঠেলাটা রওয়ানা করে বাবলু আমার কাছে এলো, নিচু হয়ে পায়ে হাত দিয়ে সালাম
করলো।
-স্যার, মালি কাকার বাসাটা স্কুলের বাউন্ডারীর ভিতর হওয়াতে খুব সুবিধে হয়েছে।
তাছাড়া মালী কাকার বাসাটা অনেক বড়, আমার পড়াশোনার জন্য সুবিধেই হবে। আমার জন্য একটু দোয়া করবেন।
ওদের গমন পথের দিকে তাকিয়ে আছি।
মনে মনে বিধাতার কাছে মাথা নুইয়ে বললাম- হে বিশ্বব্রহ্মান্ডের মালিক তুমি
প্রকৃতই মহাপরাক্রমশালী। আমরা মনুষ্য ইন্দ্রিয়ের দ্বারা তোমার দানের পরিমাপ
করতে যেয়ে শুধু আমাদের অসারতাকেই প্রমান করি।
ওরা চলে গেল। আমার প্রকান্ড বাসাটা মূক হয়ে দাড়িয়ে রইলো। বুকটা কাপিয়ে
একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো।
মনে হলো মালির বাসাটা অনেক বড়, সত্যিই বড়।
Category: Bangla, Short Story
I had a long career in Army. I was trained to follow orders, instructions and set rules, taking those as axiomatic. That strayed me a bit from free thinking as happens with all technology users. Basically I am a free thinker always and now in search of some basic truth in my own way. ([email protected]).
generic viagra professional 100mg https://vivigrix.com/ female viagra pills online india
generic viagra no prescription https://ac3vigra.com/ sildenafil tablet online india
generic viagra online canada https://ethvigrix.com/ sildenafil medicine in india
cheap tadalafil 20 mg when should you take tadalafil 80mg tadalafil
walgreens tadalafil price shelf life of tadalafil tablets tadalafil does not work
whats a thesis what is an example of a thesis statement thesis statement about discrimination
arguable thesis help writing a thesis statement what is thesis in writing
help with an essay graduate school essay writing service best essay websites
persuasive essay help essay on community service service essays
essay writer services essay customer service lord of the flies essay help
custom essay writing sites custom writing essays services help essay 123
i cant write my essay essay writting services write my essay south park
dissertation citation how to cite a dissertation apa 7th edition microsoft dissertation grant
a dissertation concerning the end for which god created the world dissertation writing service reviews dissertation psychology
psychology dissertation topics buy dissertation online dissertation abstract sample
acls dissertation completion destination dissertation dissertation proposal writing
what does it mean to defend a dissertation dissertation literature review example find a dissertation
dissertation referencing dissertation guide apa dissertation
buy research papers online no plagiarism help with writing paper vintage letter writing paper
writing and drawing paper writing an art history paper orton-gillingham writing paper
pay for paper write my paper free printable writing paper with borders
fiverr paper writing customized writing paper writing a summary paper
college admission essay help college admission essay example custom college essays
transition words argumentative essay common app essay questions no essay scholarships
old valtrex valtrex copay valtrex experiences
how long does pregabalin take to work for sleep what does pregabalin look like lyrica controlled
valacyclovir facts valtrex strengths valtrex mexican
lisinopril reizhusten lisinopril generics amoxicillin lisinopril
lipitor dentist atorvastatin roemmers lipitor lawsuits
lisinopril 20/ 12.5 mexican lisinopril lisinopril with tylenol
lipitor consumer lipitor emc lipitor amazon
synthroid demi-vie pantoprazole synthroid effexor synthroid
northstar valacyclovir valacyclovir canker walmart valtrex
synthroid meals synthroid peso synthroid iv
valacyclovir category valacyclovir contraindications valtrex romania
hamilelikte metformin glucophage sanofi metformin bulimie
tamoxifen stack tamoxifen finished nolvadex venezuela
olanzapine metformin glucophage medicamento metformin cad
tamoxifen ssris european tamoxifen bcca tamoxifen
tadalafil dapoxetine tablets india order cialis brand cialis 20mg for sale
cialis generic name cialis indications tadalafil patent expiration date
cialis lilly icos tadalafil cialis generico cialis 20mg price
comprar tadalafil 5mg online pharmacy cialis comparison cialis no perscrption
cheap genuine viagra online generic viagra on line viagra for woman
sildenafil 20mg coupon discount where to buy female viagra uk cheap viagra mastercard
blink online pharmacy florida online pharmacy preferred rx pharmacy
my canadian pharmacy viagra levitra online us pharmacy pharmacy tech schools online
buy cialis blog usa where to buy cialis in usa cialis cheapest prices
otc viagra usa viagra cost in canada buy viagra now
https://pharmacyizi.com/# drugs and medications
[url=https://pharmacyizi.com/#]viagra without doctor prescription[/url] ed pills that really work
https://pharmacyizi.com/# ed drugs online
https://pharmacyizi.com/# viagra without a doctor prescription
[url=https://viagrageneric.cyou]sildenafil order[/url]
inhaler brands https://albuterol.bond
purchase baricitinib online cheap – baricitinib 4mg drug lisinopril generic
https://pharmacyizi.com/# ed treatment drugs
https://pharmacyizi.com/# drugs online
https://pharmacyizi.com/# fast ed meds online
xenical precio orlistat prescription strength orlistat how does it work where to buy orlistat 120mg in united states
[url=https://pharmacyizi.com/#]ed meds[/url] online medications
hydroxychloroquine 400mg tablet – cialis 10mg over the counter purchase cenforce online
https://stromectoltrust.com/# stromectol 12 mg tablets
order stromectol over the counter stromectol 12 mg tablets
https://stromectoltrust.com/# stromectol
baricitinib dermatitis atopica [url=http://baricitinib.online/#]olumiant generic [/url] baricitinib half-life tofacitinib and baricitinib
stromectol 12 mg tablets stromectol 12 mg tablets
baclofen pills baclofen uk robaxin vs flexeril vs baclofen how long does baclofen stay in the system
https://stromectoltrust.com/# stromectol 3 mg tablets price
order generic neurontin 800mg – brand doxycycline 100mg ivermectin 1 cream
stromectol 3 mg tablets price ivermectin prostate cancer
[url=https://buyviagra.cyou]buy viagra 50 mg generic[/url]
https://stromectoltrust.com/# stromectol 12 mg tablets
https://furosemide.beauty generic for lasix
https://drugsonline.store/# ed natural remedies
[url=https://clomidonline.icu/#]clomid 100mg for sale[/url] clomid for sale
prednisone alcohol [url=https://prednisone.world/#]non prescription prednisone 20mg [/url] long term effects of prednisone in dogs what is prednisone tablets used for
generic clomid for sale clomid for sale
prednisone 20mg sale – prednisolone 5mg price prednisolone 5mg canada
buy stromectol stromectol 12 mg tablets
purchase doxycycline doxycycline order uk
https://stromectol.life/# buy stromectol
[url=https://doxycyclineonline.store/#]doxycycline[/url] purchase doxycycline
stromectol 6mg ivermectin dosage
[url=https://lyrica.press/]pregabalin 150 mg drug[/url]
https://stromectol.life/# buy stromectol
aralen sle chloroquine generic aralen 400 mg pros & cons what pain meds can you take while on aralen
doxycycline without prescription doxycycline without prescription
erection problems – ed pills viagra 50mg kaufen
ivermectin cream cost order stromectol over the counter
baclofen withdrawal anxiety [url=https://baclofen.guru/#]baclofen lioresal [/url] can you take meloxicam with baclofen how to safely stop baclofen
clomid for sale clomid coupon
https://clomidonline.icu/# buy clomid
[url=https://clomidonline.icu/#]clomid coupon[/url] generic clomid for sale
https://doxycyclineonline.store/# doxycycline for sale
[url=https://lyrica.quest/]order lyrica 150 mg generic[/url]
https://edpills.best/# pills erectile dysfunction
cheap ed pills vitamins for ed
[url=https://clomidonline.icu/#]clomid 100mg for sale[/url] clomid for sale
cost fildena 50mg – desyrel 100mg tablet buy viagra 100mg without prescription
medicine erectile dysfunction ed pills for sale
cheap doxycycline purchase doxycycline
https://doxycyclineonline.store/# otc doxycycline no prescription
[url=https://doxycyclineonline.store/#]doxycycline without prescription[/url] how to get doxycycline prescription
ivermectin cream cost order stromectol over the counter
https://doxycyclineonline.store/# doxycycline without prescription
[url=https://stromectol.life/#]ivermectin cream cost[/url] stromectol 12 mg tablets
[url=https://lyrica.top/]purchase lyrica pills[/url]
quetiapine overdose [url=https://seroquel.top/#]buy cheap generic quetiapine [/url] how long for seroquel to leave system what happens if you stop taking quetiapine
flagyl online buy – augmentin 1000mg oral buy cephalexin 125mg generic
erectile dysfunction medicines ed treatment pills
drug prices medications online
https://stromectol.life/# ivermectin cream cost
generic clomid for sale clomid
https://doxycyclineonline.store/# buy doxycycline
[url=https://edpills.best/#]cures for ed[/url] erection pills
order propecia 5mg for sale – finasteride order online buy ciprofloxacin 1000mg sale
https://gabapentin.icu/# neurontin tablets no script
neurontin 300 mg cap neurontin cost uk
https://cipro.best/# cipro ciprofloxacin
[url=https://erectionpills.best/#]ed meds online[/url] new ed pills
aralen hair loss chloroquine generic name dark spots covering face from aralen what can aralen do to your eyes
provera and metformin [url=https://metformin.beauty/#]metformin 1 mg [/url] problems with metformin side effects how long does it take for metformin to start working
online prescription for ed meds cat antibiotics without pet prescription
neurontin 4 mg neurontin 300 mg price in india
https://diflucan.icu/# diflucan tablet india
buy neurontin online no prescription neurontin 1800 mg
https://withoutprescription.store/# discount prescription drugs
[url=https://cipro.best/#]buy generic ciprofloxacin[/url] purchase cipro
the best ed pill ed meds online without doctor prescription
https://cipro.best/# buy cipro cheap
[url=https://withoutprescription.store/#]prescription drugs without doctor approval[/url] tadalafil without a doctor’s prescription
[url=https://gabapentin.icu/#]neurontin 400 mg capsules[/url] neurontin pills for sale
https://withoutprescription.store/# pet antibiotics without vet prescription
[url=https://lisinopril.press/]price of lisinopril[/url]
https://sildenafiluis.com sildenafil 100 mg for sale
prescription drugs pain meds online without doctor prescription
https://cipro.best/# cipro pharmacy
[url=https://erectionpills.best/#]cheap ed pills[/url] cheap erectile dysfunction pill
cheap ondansetron 4mg – buy valtrex 1000mg pill order valacyclovir for sale
gnc ed pills best pill for ed
tadalafil without a doctor’s prescription canada ed drugs
https://erectionpills.best/# buying ed pills online
prescription drugs online prescription drugs canada buy online
https://diflucan.icu/# diflucan gel
[url=https://diflucan.icu/#]over the counter diflucan 150[/url] price of diflucan in south africa
buy tadalafil without prescription – buy tamsulosin 0.4mg pills order flomax for sale
legal to buy prescription drugs from canada buy prescription drugs online without
https://cipro.best/# buy cipro online
ordering neurontin online neurontin buy from canada
buy diflucan otc where can i purchase diflucan
https://diflucan.icu/# diflucan buy in usa
[url=https://cipro.best/#]buy cipro[/url] ciprofloxacin 500 mg tablet price
pet antibiotics without vet prescription dog antibiotics without vet prescription
buy levaquin pills – cheap levofloxacin 500mg cialis for men
[url=https://gabapentin.icu/#]neurontin 100mg price[/url] neurontin 900
https://diflucan.icu/# diflucan online paypal
Wohh exactly what I was looking for, appreciate it for posting.
pill sildenafil citrate 100mg sildenafil 20 mg vs viagra
https://furosemide.beauty side effects lasix 40 mg
prescription without a doctor’s prescription buy prescription drugs online without
https://erectionpills.best/# best ed treatment pills
where can i buy diflucan without a prescription buy cheap diflucan online
erectile dysfunction medications best ed treatment
https://erectionpills.best/# online ed pills
[url=https://cipro.best/#]cipro 500mg best prices[/url] buy cipro cheap
stromectol buy online ivermectin for humans
[url=https://gabapentin.press/]buy gabapentin online[/url]
buying ed pills online best ed medications
https://cipro.best/# buy cipro online
[url=https://gabapentin.icu/#]generic neurontin pill[/url] neurontin india
furosemide 40 mg side effects http://furosemide.sbs furosemide 20 mg
gabapentin 100mg order neurontin over the counter
losartan 50mg pills – buy topamax generic buy phenergan pills
best male enhancement pills erectile dysfunction drug
https://gabapentin.icu/# discount neurontin
https://buymetformin.best/# metformin 102
https://buymetformin.best/# online drugstore metformin
generic lipitor prices lipitor australia
generic lasix lasix side effects
https://buymetformin.best/# metformin hcl 1000mg
purchase cyclobenzaprine pills – inderal pill inderal pills
cost of lipitor lipitor 20 mg price in india
https://buymetformin.best/# metformin 500 mg tablet price
[url=https://buynolvadex.store/#]nolvadex pct[/url] tamoxifen reviews
https://buymetformin.best/# metformin otc
plaquenil package insert
lipitor cost canada lipitor medicine price
https://buylasix.icu/# lasix 40mg
[url=https://buylasix.icu/#]lasix 100 mg tablet[/url] lasix generic
oral isotretinoin 20mg – tetracycline online tetracycline 500mg price
https://clomidforsale.life/# clomid generic cost
[url=https://doxycyclineforsale.life/#]doxycycline 25mg[/url] doxycycline 400 mg price
buy clomid no prescription can you buy clomid otc
clomid tablet online clomid women
buy modafinil 100mg online cheap – budesonide pill budesonide order online
Thanks, I have just beeen searching for information about this subject for a long time and ypurs is the best I’ve discovered
so far. However, what concerning the conclusion? Are you certain concerning the supply?
Visit my web page … exam related information (exammodern.com)
zithromax for sale online zithromax 250
https://zithromaxforsale.shop/# zithromax online paypal
There is perceptibly a bunch to identify about this. I consider you made some good points in features also.
viagra pills near me where can i buy viagra yahoo answers
price for amoxicillin 875 mg buy amoxicillin over the counter uk
canadian pharcharmy online fda approved canadian cialis
where can i get doxycycline pills doxycycline 125 mg
buy amoxicillin from canada can i purchase amoxicillin online
[url=https://clomidforsale.life/#]clomid 5850 tablets[/url] how can i get clomid over the counter
https://zithromaxforsale.shop/# zithromax 500 mg lowest price pharmacy online
hello there and thank you for your information – I have definitely picked up anything new from right here. I did however expertise some technical points using this web site, as I experienced to reload the web site lots of times previous to I could get it to load properly. I had been wondering if your web hosting is OK? Not that I am complaining, but sluggish loading instances times will sometimes affect your placement in google and could damage your quality score if advertising and marketing with Adwords. Well I am adding this RSS to my e-mail and could look out for a lot more of your respective exciting content. Ensure that you update this again soon..
best viagra sites online – tadalafil for sale online tadalafil over the counter
buy generic 100mg viagra online generic viagra walmart
https://sildenafilmg.online/# over the counter viagra
[url=https://sildenafilmg.online/#]best place to buy viagra online[/url] viagra without a doctor prescription
[url=https://sildenafilmg.online/#]cost of viagra[/url] viagra cost per pill
https://sildenafilmg.shop/# buying viagra online
cheap cenforce 100mg – cenforce us domperidone 10mg uk
[url=https://sildenafilmg.online/#]viagra without a doctor prescription usa[/url] 100mg viagra
buy lasix 100mg – buy allopurinol 300mg generic generic doxycycline 100mg
[url=https://sildenafilmg.shop/#]sildenafil[/url] best over the counter viagra
over the counter viagra viagra coupons 75% off
https://sildenafilmg.com/ where to buy viagra online
[url=https://sildenafilmg.com/#]viagra amazon[/url] buy real viagra online
generic plaquenil online buy plaquenil online
diltiazem usa – order neurontin 800mg generic purchase gabapentin generic
buy real viagra online п»їviagra pills
https://sildenafilmg.com/ buy viagra online canada
[url=https://sildenafilmg.online/#]viagra 100mg price[/url] best place to buy viagra online
[url=https://sildenafilmg.shop/#]viagra[/url] generic viagra walmart
prednisone 20mg pills – xenical tablet amoxil 1000mg sale
buy viagra over counter uk cheap viagra from canada online
proventil inhaler for sale albuterol 90 mcg inhaler
cialis from canada – sildenafil 200mg for sale order viagra 50mg online cheap
purchase synthroid without prescription – buy aristocort sale buy hydroxychloroquine 200mg sale
[url=https://drwithoutdoctorprescription.com/#]without doctor prescription[/url] ed meds online canada
https://drwithoutdoctorprescription.site/ carprofen without vet prescription
non prescription ed drugs without doctor prescription