সৃষ্টিকর্তা ও অসহায় মানুষ

সৃষ্টিকর্তা ও অসহায় বাবা

 

 

জানো তুমি হে ভূস্বামী     জমি আমি কৃষক তুমি
যে বীজ বোনো     ফলাই শুধু তায়ই জেন।
মালিক তুমি সব তোমারি    আমি তো নই প্রতিহারী।

 

তোমার ফসল তুমি  নেবে       জমি কেবল পুষ্টি দেবে।
আমি কেবল পুষ্টিদাতা        জানি সেত হে বিধাতা!

ভরা ক্ষেত সব শুণ্য করে      তোল ফসল তোমার ঘরে
বুক যে আমার খাঁ খাঁ করে      সে খবর কি দেয় তোমারে!

 

দেয়ার ফাঁকে যে নেয়ার খেলা          চলে কেবল সারা বেলা
খেলার মাঝে তা কেউ বোঝে না      শেষে না হলে কেউ খোজে না।

আকাশ এল আমার ঘরে       হাটি হাটি পা পা করে
কাদা মাটি শক্ত হলে          দেয় কি তাকে সব ভুলিয়ে?
খোকা কবে বড় হলো         হে বিধাতা তা তুমিই বলো
আমার আকাশ আমার কোলে       ভারী হবে বড় বলে!

 

এই যদি হয় তোমার বিচার
বল তবে হে মহাকর।
কেমন করে পাহাড় বুকে       জল পিপাসায় ধুকে ধুকে
ভারি কাঁধে মরুভূমি           দাড়িয়ে আছে মূক ধরণী !

আমি বাঁশি, বাদক তুমি       যেমনি বাজাও বাজি আমি
কি যে বাজাও      কি সুর সাজাও?
তাত কেবল জানা তোমারি      হে কান্ডারি।

বলবে তুমি এটাই নিয়ম চলছে অদি অনন্ত কাল
নিয়ম মেনেই চলবে সবি উঠবে সূর্য্য হবে সকাল।

বলবে জানি হে বিধাতা আমিও কারো আকাশ ছিলাম
সময় হলেই নিজের মত নিজের জীবন গড়ে নিলাম।

এমনি করে আকাশ মাটির খেলা খেলে  কি লাভ পাবা
ফাঁদ পেতেছো পড়বো তাতে আমরা যে সব মাটির বাবা।

আমারও আকাশ দিনে দিনে এমনি ফাঁদে পড়বে কোন
তানা হলে দুনিয়া চলে চলায় যে তার ব্রত যেন ।

সবই মানি   তবু বাবা আমি   রক্ত মাংস হাড়ের খাচায়
দুনিয়া চলে নিয়ম বলে    কিন্তু মানুষ আমি তা ভোলা যায়?

খেলো তুমি সারাবেলা তোমার খেলা    শোন না তুমি কারো মানা
কেন খেলো তা নেই কারো জানা       জবাব জানি তুমি দেবে না।

আমি শুধায় হে মহাকর        রাজা তুমি রাজ্যে তোমার
পাথরেরতো নেইকো অভাব।
পাথর দিয়ে খেলো তুমি মনের সুখে       মিশিয়ে আকাশ মাটির বুকে
আবার নিয়ে যাওয়া এ কোন স্বভাব!

 

তাতে ছিড়লে কারো জীবনবীণা     তোমার কিছু যায় আসে না!
বলবে তুমি হে অন্তর্যামী     সবকিছুরই হিসেব আছে তোমার কাছে
চলতে ভূবন চালাতে জীবন এ সবেরও দরকার আছে।

আমিতো নই বিধাতা      নেই আমার অত হিসেব জানা
দুনিয়া চলবে না থমকে যাবে      তার খোঁজতো আমি রাখি না।
তোমার খেলা খেল প্রভু      আমি অধম খেলব শুধু
খেলবো না তা হয় কি,       তায়তো কেবল সুর্য্য দেখি।

ডুববে যখন রবি        ঘুমের ঘোরে সাঙ্গ হবে সবি।
ঘুমের দেশে যেন আবার স্বপ্ন এসে      ভাঙায় না ঘুম অবশেষে।

তোমার দান সে তোমার থাকুক আকাশ মাটির খেলা শেষ হোক।

 

তুমি মনিব আমি চাকর     যদি সবই নেবে যা দিলে তার
তবে কেন দিলে তা আমারে?
থাকবে বসে সুখে দুখে       ছোট্ট আকাশ বাবার বুকে
তানা হলে মুক্ত কর এ দাসেরে।

Comment List

Your email address will not be published.