বাংলা উপন্যাস – দৈবক্রম

প্রতিটি মানুষের জীবনকে ঘটনার সমষ্টি বলা যাই। রেল গাড়ীর কামরার মতো অনেকটা ; একটার সাথে অন্যটা সেই অর্থে জোড়া লাগানো না থাকলেও সব কটি কামরাই একে অপেরের সাথে তাল রেখে একই  গন্তব্যর দিকে এগিয়ে চলে।  ঘটনাগুলোকে সন্ধিক্ষণ বলা যাই, অর্থাৎ ঘটনার জন্য একাধিক প্রান ও প্রকৃতিকর্ম একই সময়ে একই স্থানে উপস্থিত হয়ে ঘটনা ঘটাই। চোখ বন্ধ করে একটু ভাবলে বোঝা যাই যে প্রতিটি ঘটনা ঘটানোর জন্য নিখুঁত সমন্বয়ের  প্রয়োজন হয়। যা ঘটনার সাথে জড়িতদের কেউই করেনা। একজন দক্ষ সমন্বয়কের দ্বারাই সব কিছু ঘটে। এটাকে মোটামুটি দৈবক্রম বলে চালিয়ে দেয়া যাই । ঘটনার অন্য সবাই এবং সবকিছু অনুঘটক মাত্র।

প্রতিটি ঘটনা ঘটার সময় সব অনুঘটকই মুখ্য কুশীলব। তাই আমার গল্পের সবাই নায়ক, নিজ নিজ জীবনে। গল্পের প্রেক্ষাপট গুলো জীবন থেকে নেয়া, তাই গল্পের বিভিন্ন চরিত্রের ভিতর পাঠকরা ক্ষেত্র বিশেষে নিজেকে খুঁজে পাবেন বলে আশা করি।

ত্রিশ খণ্ডের উপন্যাস। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার একটা করে খণ্ড প্রকাশ করব বলে আশা করছি। আশা করি আপনাদের সাথে রাখতে পারবো ।

Category: Bangla, Novel

Comment List

Your email address will not be published.